ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কাজ করছি : দিলীপ বড়ুয়া

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১
মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কাজ করছি : দিলীপ বড়ুয়া

ঢাকা: শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া বলেছেন, ‘আমরা মধ্য আয়ের দেশে পরিণত হওয়ার জন্য কাজ করছি। এ জন্য সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে।

নারীদের অংশগ্রহণ ছাড়া মধ্য আয়ের দেশে পরিণত হওয়া আমাদের জন্য কঠিন হবে। ’

সোমবার উইমেন ভলান্টিয়ার অ্যাসোসিয়েশন (ডাব্লিউভিএ) মিলনায়তনে নারী উদ্যোক্তাদের তৈরি পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এই মেলা নারী শিল্প উদ্যোক্তাদের প্রাথমিক বিজয় উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন,  ‘দেশের বিভিন্ন অঞ্চল থেকে নারীদের এখানে পণ্য নিয়ে মেলায় অংশগ্রহণ করা কম কথা নয়। ’

নারী উদ্যোক্তাদের কাজের প্রশংসা করে দিলীপ বড়–য়া বলেন, ‘আপনাদের এ উদ্যোগ দেশে কর্মসংস্থান সৃষ্টি করবে। এ জন্য সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে। ’

নারীদের সৃষ্টিশীল হওয়ার উপদেশ দিয়ে তিনি বলেন, ‘গাইবান্ধার এক নারীর উদ্ভাবিত তুলসী চা জার্মানীতেও সমাদৃত হচ্ছে। আপনাদেরও নতুন কিছু উদ্ভাবনের চেষ্টা করতে হবে। ’

উদ্বোধনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বিডাব্লিউসিসিআই এর সভাপতি সেলিমা আহমেদ, নারী উদ্যোক্তা সীমা দেওয়ান প্রমুখ।

বিডাব্লিউসিসিআই এর সভাপতি সেলিমা আহমেদ বলেন, ‘আমরা নারীদের প্রতিযোগিতা মূলক বাজারে টিকে থাকার জন্য প্রয়োজনী প্রশিক্ষণ দিচ্ছি। তাদের জ্ঞান ও তথ্যের সম্প্রসারণ করার চেষ্টা করছি। ’

নারী উদ্যোক্তা সীমা দেওয়ান বলেন, ‘সব ব্যাংকই সহজ শর্তে ঋণ দেওয়ার কথা বলে। কিন্তু বাস্তবে তার উল্টো ঘটে। আবার বিভিন্ন এনজিও থেকে ঋণ নিয়ে কিছু করতে গেলে এনজিওর সাপ্তাহিক কিস্তি দিতে গিয়ে সব টাকাই শেষ হয়ে যায়। ’

আমেরিকান অ্যাম্বেসীর সহযোগিতায় বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (বিডাব্লিউসিসিআই) এ মেলার আয়োজন করে।

২৪ আগস্ট পর্যন্ত সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে।

এতে ১০ জেলার ৪০ জন নারী উদ্যোক্তা অংশ নিচ্ছেন।

এতে নকশী কাঁথা, টাঙ্গাইলের তাঁতের শাড়ি, মণিপুরী কাপড়, অলংকার, খাদি পণ্য, বাটিক-বুটিকসহ বিভিন্ন হস্ত ও কুটির শিল্প প্রদর্শন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ২০১৮ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।