ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সাংবাদিকদের জন্য হচ্ছে ডিপিএল মিডিয়া সিটি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৫ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১
সাংবাদিকদের জন্য হচ্ছে ডিপিএল মিডিয়া সিটি

ঢাকা: দেশের শিল্পী, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীদের আবাসন সুবিধা নিশ্চিত করতে নন্দন পার্ক ভিউ সিটির ডি-ব্লকে গড়ে উঠছে মিডিয়া সিটি।

দেওয়ান প্রপার্টিজ লিমিটেডের (ডিপিএল) তত্ত্বাবধায়নে এ মিডিয়া সিটি গড়ে উঠবে।



দেওয়ান প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল দেওয়ানের সভাপতিত্বে সম্প্রতি রাজধানীর বসুন্ধরা সিটির এটিএন বাংলার স্টুডিওতে মিডিয়া সিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন আমেরিকান সেন্টারের ডিরেক্টর লরেন্ট এইচ লাভলেস, এটিএন বাংলা অনুষ্ঠান বিভাগের প্রধান নওয়াজেশ আলী খান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশরাফ আলী প্রমুখ।

মিডিয়া সিটি প্রসঙ্গে দেওয়ান প্রপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জুয়েল দেওয়ান জানান,  জাতির কণ্ঠস্বর হিসেবে খ্যাত মিডিয়া কর্মীরা যাতে ঢাকা শহরের মনোরম পরিবেশে আকর্ষণীয় ছাড়ের মাধ্যমে প্লট কিনতে পারেন সেজন্য আমাদের এই আয়োজন।

বাংলাদেশ সময়: ১৮১৩ ঘণ্টা, আগস্ট ২২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।