ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে বিক্ষোভ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০০ ঘণ্টা, আগস্ট ২১, ২০১১
পুঁজিবাজারে বিক্ষোভ

ঢাকা: পুঁজিবাজারে অব্যাহতভাবে দরপতনের কারণে পূর্ব ঘোষিত প্রতিবাদ ও বিক্ষোভ করছেন বাংলাদেশ বিনিয়োগকারী ঐক্য পরিষদ।

রোববার দুপুর ১ টা ২৫ মিনিটে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর মূল ফটকের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা।



এসময় বিনিয়োগকারীরা পুঁজিবাজারকে স্বাভাবিক করার জন্য প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।

একই সঙ্গে অর্থমন্ত্রী ও এসইসির চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছেন তারা।

পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের যুগ্ম মহাসচিব দেলোয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এসইসি মামলা নিয়ে কালক্ষেপন করছে। এ কালক্ষেপন করার কারণেই বাজারের এই অবস্থা সৃষ্টি হয়েছে। যদি ঘোষনা করার সঙ্গে সঙ্গেই  মামলা করা হত, তাহলে বাজারের এ পরিস্থিতি সৃষ্টি হত না।

তিনি আরও বলেন, বাজারে অব্যাহত দরপতনের জন্য অনেকাংশে দায়ী অর্থমন্ত্রী । তিনি পুঁজিবাজার নিয়ে বিভিন্ন সময় বিরূপ মন্তব্য করেন। তার এ বিরুপ মন্তব্য করায় বাজারে এ পরিস্থিতির সৃষ্টি  হয়েছে। তাই, তার পদত্যাগ করা উচিত।

বিক্ষোভ চলাকালীন সময়ে পুলিশ বিক্ষোভকারীদের ঘিরে রেখেছে। তবে যান চলাচল এখনও স্বাভাবিক অবস্থায় রয়েছে।

বাংলাদেশ সময়:১৩৫৮ ঘণ্টা, আগস্ট ২১,২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।