ঢাকা, সোমবার, ২১ বৈশাখ ১৪৩২, ০৫ মে ২০২৫, ০৭ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রপ্তানি পদক পেলো আরএফএল

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫১, জানুয়ারি ১, ২০১৭
রপ্তানি পদক পেলো আরএফএল

ঢাকা: প্লাস্টিক পণ্য রপ্তানির জন্য ব্রোঞ্জ পদক পেয়েছে দেশের শীর্ষস্থানীয় প্লাস্টিক পণ্য উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আরএফএল। 

২০১৩-১৪ অর্থবছরের জন্য ডিউরেবল প্লাস্টিকস লিমিটেডকে এ পদক দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

রোববার (০১ জানুয়ারি) রাজধানীর বঙ্গন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ব্রোঞ্জ পদক গ্রহণ করেন আরএফএল এর ব্যবস্থাপনা পরিচালক আর এন পাল।

তিনি জানান, প্লাস্টিক পণ্য রপ্তানির ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আমরা এ পদক ও সনদপত্র পেয়েছি।  

তিনি বলেন, ডিউরেবল প্লাস্টিকস রপ্তানির ক্ষেত্রে নতুন বাজার সৃস্টিতে সক্ষম হয়েছে। পাশাপাশি, দেশের আর্থ-সামাজিক অবস্থার মানোন্নয়নে অনবদ্য ভূমিকা পালন করে যাচ্ছে দেশের এ প্রতিষ্ঠানটি। বিশ্বের ৩৭টি দেশে প্রতিষ্ঠানটির বিভিন্ন ধরনের পণ্য রপ্তানি হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৬
পিআর/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।