ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পদত্যাগের দাবি নাকচ অর্থমন্ত্রীর

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১
পদত্যাগের দাবি নাকচ অর্থমন্ত্রীর

রাজশাহী: শেয়ার বাজারে অব্যাহত দরপতনের কারণে ব্যর্থতার দায় নিয়ে পদত্যাগ করার জন্য বিনিয়োগকারীরা অর্থমন্ত্রীর প্রতি দাবি জানালেও  সে  দাবি নাকচ করে দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
 
শুক্রবার দুপুরে রাজশাহীতে কর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এ বিষয়ে সাফাই দেওয়ার কিছু নেই।

যা বলার সংসদেই বলা হবে। ’
 
রাজশাহীর কর কমিশনার রোকেয়া খাতুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যার ড. নাসির উদ্দিন আহমেদ।

সভায় জানানো হয়, আয়কর দাতার সংখ্যা বাড়ানোর লক্ষ্যে রাজশাহী অঞ্চলে নতুন করে আরও ১৫টি কর অফিস চালু করা হবে।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad