ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

২৪ ঘণ্টা পেরুলেও শুরু হয়নি ডাচ-বাংলার ব্যাংকিং

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১
২৪ ঘণ্টা পেরুলেও শুরু হয়নি ডাচ-বাংলার ব্যাংকিং

ঢাকা: প্রযুক্তিগত সমস্যার কারণে ২৪ ঘণ্টারও বেশি সময় বন্ধ আছে ডাচ-বাংলা ব্যাংকের কার্যক্রম।
ফলে গ্রাহকরা  পড়েছেন বিপাকে।

বিশেষ করে ওই ব্যাংকের এটিএম কার্ড ব্যবহারকারীরা বিপদে পড়েছেন বেশি।

বৃহস্পতিবার দুপুরে ব্যাংকটির সব শাখা ও এটিএম বুথে লেনদেন বন্ধ হয়ে যায়।

ডাচ-বাংলা ব্যাক সূত্রে জানা গেছে, সমস্যা সমাধানের কাজ চলছে। শুক্রবার সন্ধ্যার মধ্যে ব্যাংকিং শুরু হতে পারে।

সার্ভারের হার্ডওয়্যারে সমস্যা দেখা দেওয়ায় এ বাণিজ্যিক ব্যাংকটির কার্যক্রম বন্ধ হয়ে আছে।

১৯৯৫ সালে যাত্রা শুরু করা এ ব্যাংকের গ্রাহক সংখ্যা প্রায় ১৫ লাখ। সারাদেশে এর শাখা রয়েছে ১০১টি। এছাড়া রয়েছে ১৬০৮টি এটিএম বুথ ও ৮৪ টি ফাস্ট ট্র্যাক সার্ভিস।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।