ঢাকা, শুক্রবার, ১৯ বৈশাখ ১৪৩২, ০২ মে ২০২৫, ০৪ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:০৬, ডিসেম্বর ২০, ২০১৬
২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটিতে আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ওই এলাকায় আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

ঢাকা: নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে ভোট গ্রহণের জন্য ২২ ডিসেম্বর (বৃহস্পতিবার) ওই এলাকায় আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের যুগ্ম পরিচালক ইফতেখার উদ্দিন আহমদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে দেশে কার্যরত সব নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে কর্মকর্তা-কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ ও ভোট নেওয়ার সুবিধোর্থে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় অবস্থিত সব নন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী কার্যালয়সহ সব শাখা বন্ধ থাকবে।

এর আগে ১৯ ডিসেম্বর ওই এলাকায় ব্যাংক বন্ধ রাখতে একই ধরনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
  
বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, ডিসেম্বর: ২০, ২০১৬
এসই/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।