bangla news

শনিবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১-০৮-১৮ ৪:২১:২২ এএম

আগরতলা স্থলবন্দরে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন ওই বন্দরের শ্রমিকরা। এ সময় বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আগরতলা স্থলবন্দরে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন ওই বন্দরের শ্রমিকরা। এ সময় বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

ভারতীয় বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আখাউড়া স্থলবন্দরেও আমদানি-রপ্তানি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘আগামী শনিবার থেকে আগরতলা বন্দরের শ্রমিকরা ধর্মঘট পালন করবে বলে শুনেছি। তবে এ ব্যাপারে ব্যবসায়ীরা এখনও লিখিতভাবে কিছুই জানায়নি’।

তিনি বলেন, ‘আগরতলা বন্ধ থাকলে আমাদের ব্যবসাও বন্ধ থাকবে।’

উল্লেখ্য, বন্দরে খালি গাড়ির যানজট নিরসন, সড়ক মেরামতসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বন্দরে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দেন আগরতলার শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2011-08-18 04:21:22