ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শনিবার থেকে অনির্দিষ্টকাল বন্ধ থাকবে আখাউড়া স্থলবন্দর

আখাউড়া প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া): আগরতলা স্থলবন্দরে শনিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট পালন করবেন ওই বন্দরের শ্রমিকরা। এ সময় বন্দর দিয়ে সব ধরনের আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।



ভারতীয় বন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আখাউড়া স্থলবন্দরেও আমদানি-রপ্তানি হওয়ার সুযোগ নেই বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি সফিকুল ইসলাম বলেন, ‘আগামী শনিবার থেকে আগরতলা বন্দরের শ্রমিকরা ধর্মঘট পালন করবে বলে শুনেছি। তবে এ ব্যাপারে ব্যবসায়ীরা এখনও লিখিতভাবে কিছুই জানায়নি’।

তিনি বলেন, ‘আগরতলা বন্ধ থাকলে আমাদের ব্যবসাও বন্ধ থাকবে। ’

উল্লেখ্য, বন্দরে খালি গাড়ির যানজট নিরসন, সড়ক মেরামতসহ বিভিন্ন দাবিতে বৃহস্পতিবার বন্দরে অনির্দিষ্টকালের বন্ধের ডাক দেন আগরতলার শ্রমিকরা।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, আগস্ট ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।