ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

রাজশাহী বিভাগীয় ব্যবসায়ীদের সম্মেলন ১৯ আগস্ট

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

রাজশাহী: রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (আরসিসিআই) আয়োজনে আগামী ১৯ আগস্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে বিভাগীয় ব্যবসায়ী সম্মেলন।
 
ব্যাংক সুদের হার, শিল্প স্থাপনে প্রতিবন্ধকতা, উত্তরাঞ্চল উন্নয়ন তহবিল গঠনসহ অর্থনৈতিকভাবে অনগ্রসর রাজশাহী অঞ্চলের ব্যবসা-বাণিজ্যে বিরাজমান বিভিন্ন সমস্যা সমাধানের উপায় খুঁজে বের করাই এ সম্মেলনের লক্ষ্য।



রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

বিশেষ অতিথি থাকবেন শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, বাণিজ্যমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এবং ব্যবসায়ীদের র্শীষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সভাপতি এ কে আজাদ। এছাড়া রাজশাহী বিভাগের ব্যবসায়ী নেতারা সম্মেলনে বক্তব্য রাখবেন।

এ সম্মেলনে ব্যবসায়ীদের অংশ নেওয়ার জন্য আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

আরসিসিআই প্রশাসক জিয়াউল হক টুকু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়।

বিজ্ঞপ্তিতে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, সম্মেলন রাজশাহীর অর্থনৈতিক উন্নয়নে সহায়ক হবে।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।