ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

লাফার্জ সিমেন্ট’র কো-প্রেসিডেন্ট ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
লাফার্জ সিমেন্ট’র কো-প্রেসিডেন্ট ঢাকায়

ঢাকা: ফ্রান্সের লাফার্জ গ্রুপ এর সিমেন্ট ডিভিশনের কো-প্রেসিডেন্ট ইসিদোরো মিরান্ডা এক আনুষ্ঠানিক সফরে রোববার ঢাকায় এসেছেন।

লিমিটেডের (এলএসসি) ব্যবসা এবং কৌশলগত দিকগুলো পর্যালোচনা করবেন।

এরপর তিনি বেশ কয়েকজন মন্ত্রী এবং উচ্চ পদস্থ সরকারি কর্মকর্তাবৃন্দের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়াও তাঁর এলএসসি এর বোর্ড সদস্য এবং কর্মচারীবৃন্দের সঙ্গে দেখা করার পরিকল্পনা রয়েছে।

ইসিডোরো মিরান্ডা নাভার বিশ্ববিদ্যালয় (স্পেন) থেকে প্রকৌশল শাস্ত্রের উপর পিএইচডি এবং আইএনএসইএডি থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন। এছাড়াও তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের (যুক্তরাষ্ট্র) সিনিয়র ভিজিটিং স্কলার ছিলেন।

মিরান্ডা তার কর্মজীবন শুরু করেন লন্ডন এবং প্যারিসের একটি স্ট্র্যাটেজিক কন্সাল্টিং প্রতিষ্ঠানে।     

তিনি ১৯৯৫ সালে লাফার্জ এ যোগদান করেন গ্রুপ স্ট্র্যাটেজিক রিসার্চ এর ডিরেক্টর হিসেবে।

বাংলাদেশ সময় : ১৩৪৭ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।