ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১
বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত

ঢাকা: বিবিধ খাতের কোম্পানি বেক্সিমকো লিমিটেডের অনুমোদিত মূলধন ৫০০ কোটি টাকা থেকে বাড়িয়ে এক হাজার কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।



ঢাকা স্টক এক্সচেঞ্জের(ডিএসই) ওয়েবসাইটে রোববার এ তথ্য প্রকাশ করা হয়েছে।
 
এজন্য কোম্পানিটি এক কোটি ৬৪ লাখ ৯০ হাজার ৪৬৩টি শেয়ার ছেড়ে বাজার থেকে ১৬ কোটি ৪৯ লাখ চার হাজার ৬৩০ টাকা সংগ্রহ করবে।

এক্ষেত্রে প্রতিটি শেয়ারের মূল্য নির্ধারণ করা হয়েছে ১০ টাকা।

আগামী ১৫ সেপ্টেম্বর সকাল ১০টায় কোম্পানিটির ইজিএমে এ ব্যাপারে অনুমোদন নেওয়া হবে। এরপর সিকিউরিটিজ অ্যান্ড স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে তা কার্যকর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, আগস্ট ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।