ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নাটোরে সোয়া কোটি টাকার আম কিনেছে প্রাণ

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০১১
নাটোরে সোয়া কোটি টাকার আম কিনেছে প্রাণ

নাটোর: নাটোরে আড়াই মাসে সোয়া কোটি টাকার আম কিনেছে প্রাণ অ্যাগ্রো লিমিটেড। প্রাণের এ উদ্যোগ উত্তরাঞ্চলে আর্থসামাজিক অবস্থা উন্নয়নে প্রাণ সঞ্চার করেছে বলে মনে করছেন জেলার সচেতন মহল।



সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এসব আম ক্রয় ও প্রক্রিয়াজাতকরণের কাজে নাটোরে ৫ হাজার নারী শ্রমিকসহ প্রায় ১০ হাজার বেকার লোকের খ-কালীন কর্ম সংস্থানের ব্যবস্থা হয়েছে।

প্রাণ অ্যাগ্রো সূত্র জানায়, সরাসরি কৃষকের কাছ থেকে গত ২ জুন থেকে ১৩ ই আগস্ট পর্যন্ত আম কিনেছে এ প্রতিষ্ঠানটি।

নাটোরে প্রাণ অ্যাগ্রোর প্রশাসনিক কর্মকর্তা রেজাউল করিম বাংলানিউজকে জানান, এবার প্রাণের নাটোর কারখানা ৪০ হাজার মেট্রিক টন আম কিনেছে।
মান ভেদে প্রতি কেজি আম ২৮ থেকে ৩২ টাকা দরে মোট এক কোটি ২৫ লাখ টাকার আম কেনা হয়েছে।    

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, ১৩ আগস্ট, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad