ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

লন্ডনে দু’দিনব্যাপী বাংলাদেশী পণ্যের একক প্রদর্শনী শুরু ১৬ সেপ্টেম্বর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, আগস্ট ১২, ২০১১

ঢাকা: ‘গন্তব্য বাংলাদেশ’ (ডেসটিনেশন বাংলাদেশ) শিরোনামে লন্ডনে দু’দিনব্যাপী বাংলাদেশী পণ্যের একক প্রদর্শনীর উদ্যোগ নিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক প্রতিষ্ঠান ‘দি মহুয়া ইভেন্টস’। আগামী ১৬ ও ১৭ সেপ্টেম্বর লন্ডনে এই মেলা অনুষ্ঠিত হবে।


মেলার আয়োজক সূত্রে এ তথ্য জানা গেছে।

উদ্যোক্তারা জানান, লন্ডনে বাংলাদেশী পণ্যের দু’দিনব্যাপী এই বৃহত্তম প্রদর্শনী যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশী পণ্যের প্রচার ও প্রসারে বিশেষ ভূমিকা রাখবে। পাশাপাশি বাংলাদেশী উদ্যোক্তারা পাবেন মেলায় বিদেশি ক্রেতাদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ। দু’দিনব্যাপী এ মেলায় অংশগ্রহণকারী বাংলাদেশী উদ্যোক্তাদের আকর্ষণীয় সুযোগ-সুবিধা দেওয়া হবে বলে আয়োজক সূত্র জানায়।    

বাংলাদেশ সময়: ১৮১০ঘণ্টা, ১২ আগস্ট, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad