ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

চামড়াজাত পণ্য রফতানির বিপরীতে নগদ সহায়তা বৃদ্ধি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, আগস্ট ১১, ২০১১

ঢাকা: ২০১১-১২ অর্থবছরে চামড়াজাত পণ্য রফতানির বিপরীতে নগদ সহায়তার পরিমাণ বাড়িয়েছে সরকার।

সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক সার্কুলারে এ তথ্য জানানো হয়।



সার্কুলারে বলা হয়, চলতি অর্থবছরের জন্য চামড়াজাত পণ্যের রফতানির বিপরীতে নগদ সহায়তার পরিমাণ বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করেছে সরকার। আগে এ খাতে নগদ সহায়তার হার ছিল সাড়ে ১২ শতাংশ।

বাংলাদেশ সময় : ১৯৩৯ ঘন্টা , আগস্ট ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।