ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারের দরপতন অব্যাহত থাকলেও সূচক ঊর্ধ্বমুখী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৭ ঘণ্টা, জুন ১৭, ২০১০

ঢাকা: সপ্তাহের শেষ কার্যদিবসে আজ বৃহস্পতিবারও ঢাকার পুঁজিবাজারে লেনদেন হওয়া অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন অব্যাহত ছিল। একইসঙ্গে গতকালের তুলনায় টাকার অঙ্কে লেনদেনও আজ কমেছে।

এদিকে অধিকাংশ কোম্পানির শেয়ারের দরপতন ও টাকার অঙ্কে লেনদেন কম হলেও ঊর্ধ্বমুখী ছিল ডিএসই’র সাধারণ সূচক।

উল্লেখ্য, পুঁজিবাজারে শেয়ার ক্রয়ে মার্জিন লোন প্রদানের ক্ষেত্রে গত মঙ্গলবার পি-ই রেশিও ৫০ থেকে ৪০-এ নামিয়ে আনার ঘোষণা দেয় এসইসি। এরপর গতকাল বুধবার শেয়ার দরে ব্যাপক ধস নামে। আজও পুঁজিবাজারে এর প্রভাব ছিল।
      
ঢাকার পুঁজিবাজারে আজ ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১১৩টির, দর কমেছে ১২৫টির ও ৮টির দর অপরিবর্তিত রয়েছে।

মোট শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে ৪ কোটি ৭৯ লাখ ৩৭ হাজার ৪১৪টি।

টাকার অঙ্কে মোট লেনদেন হয়েছে ১ হাজার ৬৮৮ কোটি ১৫ লাখ টাকা। এটা গতকালের তুলনায় ৭৯৭ কোটি ৮৮ লাখ টাকা কম। বুধবার টাকার অঙ্কে মোট লেনদেন হয় ২ হাজার ৪৮৬ কোটি টাকা। এক দিনের লেনদেনে এটাই সর্বোচ্চ রেকর্ড।
 
এদিকে আজ লেনদেন শেষে ডিএসই সাধারণ সূচক গতকালের তুলনায় ৪৯ দশমিক ৮২ পয়েন্ট বেড়ে ৬২৯৯ দশমিক ৭৩ এ দাঁড়িয়েছে। বুধবার ডিএসই সাধারণ সূচক ছিল ৬২৪৯  দশমিক ৯১। পাশাপাশি আজ বাজার মূলধনও বেড়েছে। আজ বাজার মূলধনের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৭২ হাজার ৭৬১ কোটি ৩১ লাখ টাকা। বুধবার বাজার মূলধনের পরিমাণ ছিল ২  লাখ ৭০ হাজার ৪১২ কোটি ৫২  লাখ টাকা।
 
আজ দর বাড়ার শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে - আরএকে সিরামিকস্, রহিমা ফুডস্, ম্যাকসন স্পিনিং, ব্যাংক এশিয়া, কন্ফিডেন্স সিমেন্ট, ইসলামী ব্যাংক, প্রগতি লাইফ, সিঙ্গার (বিডি) , গ্রামীণ ফোন ও পপুলার লাইফ।
অন্যদিকে দর পতনের শীর্ষ কোম্পানিগুলোর মধ্যে রয়েছে - মডার্ণ ডায়িং, রেকিট বেঙ্কাইজার, ফার্স্ট সিকিউরিটিজ ব্যাংক, মুন্নু স্টাফলার, লিগেসী ফুট, মেঘনা পেট্রোলিয়াম, রহিম টেক্সটাইল, মেঘনা সিমেন্ট, স্কয়ার টেক্সটাইল ও প্রিমিয়ার লিজিং।

বাংলাদেশ সময় : ১৭৫৫ ঘন্টা ; ১৭ জুন, ২০১০
এস আর /এমএমকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।