ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

শেয়ারবাজার: অর্ধ বার্ষিক হিসাব প্রতিবেদন জমা দিতে ব্যর্থ চার কোম্পানি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, আগস্ট ৩, ২০১১
শেয়ারবাজার: অর্ধ বার্ষিক হিসাব প্রতিবেদন জমা দিতে ব্যর্থ চার কোম্পানি

ঢাকা: সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্ধারিত সময়ে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তালিকাভুক্ত চার কোম্পানি তাদের অর্ধ বার্ষিক আর্থিক প্রতিবেদন জমা দিতে ব্যর্থ হয়েছে।

ফলে নিয়ম অনুযায়ী প্রত্যেক কোম্পানিকে প্রতিদিন ৫০০ টাকা করে জরিমানা দিতে হবে কোম্পানিগুলোকে।



এগুলো হচ্ছে- অগ্রণী ইন্স্যুরেন্স, বিচ হ্যাচারি, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ও স্যালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রি ।

ডিএসইর ওয়েবসাইটে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এসইসির ১৯৮৭ সালের রুল ১৩ ও ডিএসইর রেজুলেশন ৩৬(৯)(এ) এর নিয়মানুযায়ী তালিকাভুক্ত প্রতিটি কোম্পানিকে নির্ধারিত সময়ের মধ্যে তাদের প্রত্যেক প্রান্তিকের আর্থিক প্রতিবেদন জমা দিতে হয়।

ডিএসইর প্রকাশনা ও জনসংযোগ বিভাগের উপ মহাব্যবস্থাপক শফিকুর রহমান বাংলানিউজকে জানান, গত ৩১ জুলাই তালিকাভুক্ত কোম্পানিগুলোর অর্ধবার্ষিক হিসাব বিবরণী জমা দেওয়ার শেষ সময় ছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে এ চারটি কোম্পানি তাদের হিসাব জমা দিতে পারেনি।

বাংলাদেশ সময়: ২০৫৫ ঘণ্টা, আগস্ট ০৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।