ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডেনমার্কে এমিরেটসের ফ্লাইট শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ২, ২০১১
ডেনমার্কে এমিরেটসের ফ্লাইট শুরু

ঢাকা: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে ১লা আগস্ট থেকে নিয়মিত দৈনিক ফ্লাইট শুরু করেছে বেসরকারি খাতের এমিরেটস্ এয়ারলাইন। স্ক্যানডিনেভিয়ায় এটি হচ্ছে এমিরেটস্রে প্রথম যাত্রীবাহী ফ্লাইট।



কোপেনহেগেন এমিরেটস্ নেটওয়ার্কে ১১৪তম গন্তব্য। দুবাই কোপেনহেগেন রুটে এয়ারবাস এ৩৩০-২০০ চলাচল করবে। এয়ারবাসের বেলী হোল্ডে ১৭ টন মালামাল বহন করা যাবে।

ইকে ১৫১ ফ্লাইট সকাল ৮.৩০ মিনিটে দুবাই ছেড়ে দুপুর ১.১০ মিনিটে কোপেনহেগেন পৌঁছবে।
ফিরতি ফ্লাইট ইকে ১৫২ অপরাহ্ন ২.৪৫ মিনিট কোপেনহেগেনে থেকে যাত্রা করে রাত ১১.১৫ মিনিটে দুবাই পৌঁছবে।

উদ্বোধনী ফ্লাইটটিতে এমিরেটস্ এয়ারলাইন, বিভিন্ন ড্যানিস বাণিজ্য সংগঠনের ঊর্ধ্বতন কর্মকর্তা, একটি আন্তর্জাতিক মিডিয়া গ্রুপ এবং বিশ্বের বিভিন্ন দেশের যাত্রীরা দুবাই থেকে কোপেনহেগেন ভ্রমণ করে।

নতুন সেবা চালু উদযাপন উপলক্ষে এমিরেটস্ ডেনমার্কের জাতীয় জাদুঘরে প্রায় ৪০০ জন বিশিষ্ট অতিথিদের জন্য জাঁকজমকপূর্ণ নৈশ ভোজের আয়োজন করে।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, ২ আগষ্ট, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।