ঢাকা, বুধবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৭ এপ্রিল ২০২৪, ০৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আড়াই হাজার কোটি টাকার বন্ড ছাড়বে বেক্সিমকো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, আগস্ট ২, ২০১১
আড়াই হাজার কোটি টাকার বন্ড ছাড়বে বেক্সিমকো

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেড বৈদেশিক মুদ্রায় বন্ড ছাড়বে। বন্ডের মাধ্যমে ৩৫ কোটি ডলার পর্যন্ত সংগ্রহ করবে প্রতিষ্ঠানটি, বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ দাঁড়াতে পারে আড়াই হাজার কোটি টাকা।



ডিএসইর ওয়েবসাইটে এই সংবাদ প্রকাশ হয়েছে।

জানা গেছে, ইস্যুকৃত বন্ডের মধ্যে ১০ কোটি ডলার পর্যন্ত সাধারণ শেয়ারে রূপান্তর হতে পারে। তবে রূপান্তরের ক্ষেত্রে মূল্য কত হবে তা প্রকাশ করেনি কোম্পানিটি।

জোনস ডে ও আর্নস্ট অ্যান্ড ইয়ং নামের দুটি প্রতিষ্ঠানকে এই প্রক্রিয়ার জন্য নিয়োগ দেওয়া হয়েছে।

বন্ড ইস্যুর জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বিনিয়োগ বোর্ডের অনুমতি প্রয়োজন হবে।

বাংলাদেশ সময়: ২১১৪ ঘণ্টা, আগস্ট ০২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।