ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

একশ’ টাকা মূল্যমানের ‘বাংলাদেশ প্রাইজবন্ড লটারি’র ড্র অনুষ্ঠিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৪ ঘণ্টা, আগস্ট ১, ২০১১

ঢাকা : একশ’ টাকা মূল্যমানের ‘বাংলাদেশ প্রাইজবন্ড লটারি’র ৬৪তম ড্র অনুষ্ঠিত হয়েছে রোববার।

ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে ঢাকা বিভাগের বিভাগী অতিরিক্ত কমিশনার (সার্বিক) মোহাম্মদ আবদুল জলিল মিঞার সভাপতিত্বে এই লটারির ড্র অনুষ্ঠিত হয়।



প্রথম পুরস্কার বিজয়ী লটারির নম্বর হচ্ছে : ০০০৭৩১০। প্রথম পুরস্কার বিজয়ী ব্যক্তি পাবেন ৬ লাখ টাকা। অবশ্য বিধান অনুযায়ী পুরস্কার প্রাপ্ত অর্থের ওপর ২০ শতাংশ হারে উৎস কর কেটে রাখা হবে।

দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত লটারির নম্বর হচ্ছে : ০৫৭৫৭১৭। কর ব্যতীত দ্বিতীয় পুরস্কারের পরিমাণ হচ্ছে ৩ লাখ ২৫ হাজার টাকা।

তৃতীয় পুরস্কার হচ্ছে ১ লাখ টাকার দুটি পুরস্কার :  ০৯৫০৪১২ ও ০৯৬৮৬০৮।

চতুর্থ পুরস্কার হচ্ছে ৫০ হাজার টাকার দুটি পুরস্কার : ০৫৩৯৩১৩ ও ০৭২৭৯১১।

এছাড়া পঞ্চম পুরস্কার হচ্ছে ১০ হাজার টাকা মূল্যের ৪০টি পুরস্কার। এগুলো হচ্ছে : ০০২৭০৫১, ০০২৮১৩৮, ০০৩৮৬৫৪, ০০৪৫৪৯০, ০০৬০৬৪৮, ০১১৪১১০৩, ০১১৯১৮৯, ০১৫২০৫৪, ০১৭৭৭০৪, ০১৮০৫৬৭, ০১৯১২৬৯, ০১৯২৬১৭, ০২২৬৭১৫, ০২৮৫৯৫২, ০২৮৯০৭১, ০৩৪৬৫৬৬, ০৩৫৭৯২৮, ০৩৭১৯০৪, ০৪৯৬৩৩৭, ০৫২৪৯১১, ০৫৩৪২১১, ০৫৫১৮৫৮, ০৫৫৫০৭০, ০৫৭১০৭৫, ০৫৯৬২২১, ০৬০৯৬৩১, ০৬৪৯০২০, ০৬৮৫১৪৮, ০৭২০২৩৫, ০৭২৫৪৬৬, ০৭২৭৬৬৮, ০৭৯৯৮০৩, ০৮০২৫৯৪, ০৮০৪৭৯১, ০৮৫২১৫১, ০৮৮৬১২৮, ০৮৮৮৯৩২, ০৯২০০৮৫, ০৯২৩৩৫২, ০৯৪৬৪৪৭।

বাংলাদেশ সময় : ১৪৪৬ ঘন্টা , ০১ আগস্ট , ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।