ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য দায়ী মন্ত্রণালয়ের গাফিলতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

ঢাকা: সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের অস্থিরতার জন্য মন্ত্রণালয়ের গাফিলতি ছিল বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম আবুল কাশেম।

একই সঙ্গে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য কিছু ব্যবসায়ীকেও দায়ী করেছেন তিনি।



রোববার দুপুরে কমিটির ২৬তম বৈঠক শেষে সংসদ ভবনের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

কমিটির সভাপতি বলেন, ‘মন্ত্রণালয়ের অনেক সমস্যা আছে। তারা যে ধোয়া তুলসী পাতা এমন নয়। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার পিছনে তাদের গাফিলতিও দায়ী। ’

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছেন। সরকার পদক্ষেপ নিয়েছে বলেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আছে। এরপরেও যদি আবার দাম বাড়ে তবে মন্ত্রণালয় দায়ী থাকবে। ’

আবুল কাশেম বলেন, ‘হঠাৎ করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সরকার ১০ ব্যবসায়ীকে চিহ্নিত করে। তবে সরকারের নির্দেশনা মেনে চলায় তাদের গ্রেপ্তার করা হয়নি। ’

ওই ১০ ব্যবসায়ী এখনও গোয়েন্দা নজারদারিতে আছে বলে জানান তিনি।

মন্ত্রণালয়ের বরাত দিয়ে আবুল কাশেম জানান, টিসিবি’র ১১শ’ ডিলারের মাধ্যমে ইতিমধ্যে ২ হাজার কেজি চিনি, ১২শ’ লিটার ভোজ্য তেল ও ৫শ’ কেজি মসুর ডালসহ বিভিন্ন পণ্য বাজারে ছাড়া হয়েছে। ’

তিনি বলেন, ‘আজকের বৈঠকে মন্ত্রী জানিয়েছেন আগামী ১০ আগস্ট আরো কিছু পণ্য বাজারে ছাড়া হবে। ’

কমিটির সভাপতি আরো জানান, আগামী ২ আগস্ট সংসদীয় কমিটি দ্বিতীয় দফায় বাজার পরিদর্শনে যাবে। ওইদিন কমিটি রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর বাজার ও নিউমার্কেট বাজার পরিদর্শনে যাবে।

সংবাদ সম্মেলনে কমিটির সদস্য আবুল কাশেম, তহুরা আলী ও রুমানা মাহমুদ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।