ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সপ্তাহের শুরুতেই হোঁচট খেলো পুঁজিবাজার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৮ ঘণ্টা, জুলাই ৩১, ২০১১
সপ্তাহের শুরুতেই হোঁচট খেলো পুঁজিবাজার

ঢাকা: সপ্তাহের শুরুতেই বড় ধরনের হোঁচট খেলো দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। রোববার শুরুর দিকে শেয়ার বাজার উর্ধ্বমুখী হলেও বেশিক্ষণ এ অবস্থা ধরে রাখা যায়নি।

সূচকের পাশাপাশি লেনদেনও ধাক্কা খেয়েছে। সঙ্গে কমেছে বাজার মূলধন।

রোববার ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১২৮ দশমিক ১৯ পয়েন্ট কমে ৬৪৫৯ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ১৩৪১ কোটি ২৬ লাখ ৩৪ হাজার ৩৮১ টাকা। যা আগের দিনের চেয়ে ৪৬৩ কোটি ৪৭ লাখ টাকা কম।

বাজার সংশ্লিষ্টরা বিষয়টি স্বাভাবিক মূল্যসংশোধন হিসেবে দেখছেন। কেননা এর আগে প্রায় দুই সপ্তাহ টানা দাম বেড়েছিল।

গত সপ্তাহে রাষ্ট্রায়ত্ত কোম্পানি পদ্মা অয়েল ও মেঘনা পেট্রেলিয়াম শেয়ার ছাড়ার ঘোষণার পর বাজারে মন্দাভাব শুরু হয়। অনেক বিনিয়োগকারী নিজেদের হাতে থাকা শেয়ার বিক্রি করে সরকারি কোম্পানির শেয়ারের দিকে  ঝোঁকায় বাজারে এর প্রভাব পড়ে।

মূলত সেখান থেকেই মন্দাভাবের সূচনা। তবে দরপতনের মধ্যেও ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক হাজার ৩০০ কোটি টাকার বেশি লেনদেন হওয়ায় বিষয়টি ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লি¬ষ্টরা।

ডিএসই সূত্রে জানা যায়, রোববার ডিএসইর সাধারণ মূল্যসূচক ১ দশমিক ৯৪ শতাংশ বা ১২৮ দশমিক১৯ পয়েন্ট কমে ৬৪৫৯ দশমিক ৬২ পয়েন্টে দাঁড়িয়েছে।

সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। ১০ মিনিটের মাথায় সূচক ৩০ পয়েন্ট কমে যায়। ৩০ মিনিটে সূচক কিছুটা ঘুরে দাঁড়ায়। তবে এরপর থেকে সূচক আবারও নিম্নমুখী হয়। লেনদেনের এক ঘণ্টা শেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ৫১ পয়েন্ট, দ্বিতীয় ঘণ্টা শেষে ৪২ পয়েন্ট আর তৃতীয় ঘণ্টা শেষে ২৭ পয়েন্ট কমেছিল।

ডিএসইতে লেনদেন হওয়া ২৬০টি প্রতিষ্ঠানের মধ্যে কমেছে ২২১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম, বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টক এক্সচেঞ্জটিতে আজ এক হাজার ৩৪১ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৪৬৩ কোটি টাকা কম। বৃহস্পতিবার ডিএসইতে এক হাজার ৮০৪ কোটি টাকার লেনদেন হয়।

রোববার লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে গ্রামীণ ফোন, আরএন স্পিনিং, আফতাব অটো, যমুনা অয়েল কোম্পানি লিমিটেড, এমআই সিমেন্ট, মালেক স্পিনিং, সামিট পাওয়ার, ইউনাইটেড এয়ার, এনবিএল ও বেক্সিমকো ফার্মা।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৯৪ দশমিক ৩১ পয়েন্ট বা ২ দশমিক ৬২ শতাংশ কমে ১৮৩৭৫ দশমিক ৫৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

সিএসইতে লেনদেন হওয়া ২০০টি প্রতিষ্ঠানের মধ্যে বেড়েছে ৩১টির, কমেছে ১৬৫টির আর অপরিবর্তিত রয়েছে চারটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

স্টক এক্সচেঞ্জটিতে আজ ১৪৯ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ৩২ কোটি টাকা কম। সিএসইতেও আজ সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শুরু হয়, যা সারাদিনই অব্যাহত থাকে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা,  জুলাই ৩১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।