ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

টাঙ্গাইল ও ঘাটাইলে ব্র্যাক ব্যাংকের শাখা উদ্বোধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

ঢাকা: আধুনিক সব সুযোগ-সুবিধা নিয়ে টাঙ্গাইল এবং ঘাটাইলে ব্র্যাক ব্যাংকের এর দুটি শাখা উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে ঘাটাইলের পার্শ্ববর্তী থানা কালিহাতির  সালাহ সমবায় উচ্চ বিদ্যালয়ের দু‘টি  কম্পিউটার দিয়েছে ব্যাংকটি।

 

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ রুমী আলী সোমবার ব্যাংকটির টাঙ্গাইল শাখা এবং ঘাটাইলে এমএমই কৃষি শাখার উদ্বোধন করেন।  

এ সময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহাবুবুর রহমান এবং জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ রুমী এ আলী কালিহাতির সালাহ সমবায় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাদেক আলী মোল্লার হাতে দু‘টি কম্পিউটার  হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ব্যাংকের প্রধান নির্বাহী সৈয়দ মাহাবুবুর রহমান বলেন, মফস্বল ও গ্রামীণ এলাকার মানুষকে ব্যাংকিং সুবিধা দিতে ব্র্যাক ব্যাংক  সব সময় বদ্ধ পরিকর। এই দুটি শাখাসহ এসএমই কৃষি শাখা এবং এসএমই সার্ভিস সে›ন্টারসহ ব্যাংকটির বর্তমান শাখা দাঁড়িয়েছে ১৫১টিতে।

বাংলাদেশ সময়: ২২১৮ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।