ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ডিজিটাল দেশ গড়তে এখনই পদক্ষেপ নিতে হবে: একে আজাদ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১
ডিজিটাল দেশ গড়তে এখনই পদক্ষেপ নিতে হবে: একে আজাদ

ঢাকা: ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়তে সরকারকে এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে বলে উল্লেখ করেছেন ব্যবসায়ীদের সংগঠন এফবিসিসিআই সভাপতি একে আজাদ।

তিনি বলেন, ‘২০২১ সালের মধ্যে বাংলাদেশকে ডিজিটালের আওতায় আনতে হলে এ খাতের অগ্রগতিতে যেসব বাধা ও চ্যালেঞ্জ রয়েছে তা চিহ্নিত করে এখনি কার্যকর পদক্ষেপ নিতে হবে।



এফবিসিসিআই আয়োজিত ‘ডিজিটাল বাংলাদেশ: বেসরকারি খাত পরিপ্রেক্ষিত’ শীর্ষক সেমিনার উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

বুধবার এফবিসিসিআই মিলনায়নে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

একে আজাদ বলেন, ‘আমাদের দেশে প্রযুক্তিবান্ধব মানসম্পন্ন শিক্ষা ব্যবস্থার সুযোগের অভাব, দক্ষ মানবসম্পদের অপর্যাপ্ততা ও পেশাদারিত্বে অব্যবস্থাপনা আছে। বিশেষ করে আইসিটি শিল্পে পেশাদারিত্ব ব্যবস্থাপনা ও তহবিল সংকট রয়েছে। সেই সঙ্গে সফটওয়্যার শিল্পে দক্ষতা উন্নয়নে সীমিত সুযোগ ও অবকাঠামোর সুযোগ খুব কম। ’

তিনি আরও বলেন, ‘বিশ্বের অন্যান্য দেশে এবং আমাদের প্রতিবেশি দেশ ভারত, পাকিস্তান ও শ্রীলংকা আইসিটি বিষয়ে অনেক এগিয়ে গেছে। এ দিক থেকে আমরা অনেক পিছিয়ে আছি। আমাদের দেশে এ খাতের উন্নয়নের সম্ভবনা প্রচুর। তাই সরকারকে এ ব্যাপারে কার্যকর উদ্যোগ নিতে হবে। ’

আজাদ বলেন, ‘স্বল্পখরচে গতি সম্পন্ন ইন্টারনেট ব্যবহারের সুযোগ ও কলসেন্টারগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের নিশ্চয়তা। বিশেষ করে গ্রামাঞ্চলে বিদ্যুৎ এবং ইন্টারনেটের নেটওয়ার্ক চালু করা জরুরি। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের এখনি প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। তবেই ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার রূপকল্প বাস্তবায়ন সম্ভব হবে। ’  

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর প্রথম একান্ত সচিব ও জাতীয় প্রকল্প পরিচালক নজরুল ইসলাম খান। তিনি ডিজিটাল বাংলাদেশ এবং পরিকল্পনা ও অগ্রগতির ওপর এ প্রবন্ধ উপস্থাপন করেন।

এছাড়া ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্র জনগণের দোরগোরায় পৌঁছানোর জন্য অন্য আরেকটি প্রবন্ধ উপস্থাপন করেন এটুআই প্রোগ্রামের কনসালট্যান্ট মানিক মাহমুদ।

সেমিনারে মোট চারটি প্রবন্ধ উপস্থাপন করা হয়।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রথম সহসভাপতি জসিম উদ্দিন, সহসভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু, আইসিটির পরিচালক জালালউদ্দিন আহমেদ ইয়ামিন ও আক্তারুজ্জামান মনজু।

নজরুল ইসলাম খান বলেন, ‘আগামী ২ মাসের মধ্যে সব ডিসি অফিসে অটোমেশন করা হবে। এছাড়া একবছরের মধ্যে উপজেলা পর্যায়ে অটোমেশন চালুর প্রক্রিয়া শুরু হবে। ’

তিনি বলেন, ‘২০ হাজার ৫০০ স্কুলকে ডিজিটালাইজেশন প্রকল্পের আওতায় আনা হবে। সারাদেশ ডিজিটালাইজড হলে দুর্নীতি অনেকাংশে কমে আসবে। ’

বাংলাদেশ সময় : ১৪০৭ ঘণ্টা, জুলাই ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।