bangla news

আইসিবি’র ১৫ মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে বৃহস্পতিবার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০-০৮-১০ ৮:৪৫:৩৫ পিএম

রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ মিউচুয়াল ফান্ডের লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এরমধ্যে আইসিবি (ইসভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড) পরিচালিত আটটি এবং অবশিষ্ট সাতটি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এএমসিএল) পরিচালিত মিউচুয়াল ফান্ড।

ঢাকা: রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১৫ মিউচুয়াল ফান্ডের লেনদেন বৃহস্পতিবার বন্ধ থাকবে।

এরমধ্যে আইসিবি (ইসভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশ লিমিটেড) পরিচালিত আটটি এবং অবশিষ্ট সাতটি আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড (এএমসিএল) পরিচালিত মিউচুয়াল ফান্ড।
 
গত ২৯ জুলাই আইসিবি পরিচালিত ১৫টি মিউচ্যুয়াল ফান্ড একযোগে ২০০৯-১০ অর্থবছরের নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সোমবার থেকে বুধবার পর্যন্ত এই ১৫টি মিউচুয়াল ফান্ডের লেনদেন স্পট মার্কেটে হয়।
 
আইসিবি পরিচালিত ১ম, ২য়, ৩য়, ৪র্থ, ৫ম, ৬ষ্ঠ, ৭ম এবং ৮ম আইসিবি মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে।
 
অন্যদিকে আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট পরিচালিত যে সাতটি মিউচুয়াল ফান্ডের লেনদেন বন্ধ থাকবে সেগুলো হলো আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড, আইসিবি ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইসিবি ১ম এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি ২য় এনআরবি মিউচুয়াল ফান্ড, আইসিবি এএমসিএল ২য় মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়মেন্ট প্রভিডেন্ড মিউচুয়াল ফান্ড এবং প্রাইম ব্যাংক আইসিবি মিউচুয়াল ফান্ড।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ১১ আগস্ট, ২০১০

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2010-08-10 20:45:35