ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গার্মেন্ট শ্রমিক-মালিক সুসম্পর্কের বিকল্প নেই: ভিএফসি প্রেসিডেন্ট

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৭ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০
গার্মেন্ট শ্রমিক-মালিক সুসম্পর্কের বিকল্প নেই: ভিএফসি প্রেসিডেন্ট

সাভার: দেশের তৈরি পোশাক খাত রায় শ্রমিক ও মালিকের মধ্যে গভীর সম্পর্ক স্থাপনের ওপর গুরুত্ব দিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম    তৈরি পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ভি এফ করপোরেশনের প্রেসিডেন্ট এঞ্জেলো লেঙ্গরিগা।
 
বুধবার দুপুরে আশুলিয়ায় নরসিংহপুরে এফবিসিসিআই’র সভাপতি একে আজাদের মালিকানাধীন হা-মীম গ্রুপের তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।



বাংলাদেশে তৈরি পোশাক খাতে বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে ভিএফ করপোরেশনের প্রধান হিসেবে পাঁচ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন এঞ্জেলো লেঙ্গরিগা।

প্রতিনিধি দলে রয়েছেন, করপোরেশনের ভাইস প্রেসিডেন্ট টম ওয়ার্ল্ডরন, ফ্রান্স ভেন জিলেন্ড, ভিয়েট গেইসী, পরিচালক রয় পর্টার, ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার রানা আব্রাহাম।

যুক্তরাষ্ট্রের অন্যতম তৈরি পোশাক ক্রেতা প্রতিষ্ঠান ভিএফ করপোরেশনের কোন প্রেসিডেন্টের এটাই বাংলাদেশের প্রথম সফর।

সাংবাদিকদের তিনি বলেন, ‘তৈরি পোশাক খাতে বাংলাদেশে আরো বিনিয়োগ বৃদ্ধি করতে চায় যুক্তরাষ্ট্র। বিনিয়োগ বৃদ্ধির সম্ভাব্যতা আর দেশে তৈরি পোশাক শিল্পের পরিবেশ প্রত্য করতেই আমাদের এ সফর। ’

এক প্রশ্নের জবাবে এঞ্জেলো বলেন, শ্রমিকদের স্বার্থ অবশ্যই ভেবে দেখতে হবে। তাদের ন্যয্য বেতন ও সুযোগ সুবিধা প্রদানে ক্রেতা প্রতিষ্ঠান হিসেবে ভিএফ করপোরেশন সব সময় সচেতন বলেও জানান তিনি।

প্রতিনিধি দলের সদস্যরা কারখানা পরিদর্শন করেন এবং উৎপাদন পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,হা-মীম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক কর্ণেল (অব:) দেলোয়ার হোসেন, নির্বাহী পরিচালক (উৎপাদন) মেজর (অব:) সুনীল কুমার সরকার, হা-মীম গ্রুপের আশুলিয়া জোনের প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব:) মোহাম্মদ আলী মন্ডল প্রমুখ।

বাংলাদেশ সময় ১৬৫৪ ঘণ্টা, আগস্ট ১১, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।