ঢাকা, মঙ্গলবার, ১৭ আষাঢ় ১৪৩২, ০১ জুলাই ২০২৫, ০৫ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

গুলশানে পোশাক শিল্পের ৬ জন নিহত: বিজিএমইএ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৩৭, জুলাই ৪, ২০১৬
গুলশানে পোশাক শিল্পের ৬ জন নিহত: বিজিএমইএ ছবি: জিএম মুজিবুর- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: গুলশানে সন্ত্রাসী হামলায় পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট ৬ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশের পোশাক উৎপাদন ও রফতানিকারক সমিতি (বিজিএমইএ)।

সোমবার ( জুলাই ৪) রাজধানীর বিজিএমইএ ভবনে দুপুর পৌনে একটায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান বিজিএমইএ সভাপতি মো. সিদ্দিকুর রহমান।

গুলশানের সন্ত্রাসী হামলায় নিহত ছয় ইতালীয় নাগরিকই পোশাক শিল্পের সাথে সংশ্লিষ্ট হওয়ায় বাংলাদেশের গার্মেন্টস শিল্প সাময়িক ধাক্কা খেয়েছে বলে জানান বিজিএমইএ সভাপতি।

তিনি বলেন, গুলশান সন্ত্রাসী হামলায় আমাদের পোশাক শিল্পের এক ব্যবসায়ীর সন্তান নিহত হয়েছেন। ছয় বিদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। এতে সাময়িক ধাক্কা লেগেছে। কিন্তু আমরা আশা করছি অতি সত্বর আমরা এই ধাক্কা কাটিয়ে উঠতে পারব। ক্রেতারাও আমাদের আশ্বাস দিয়েছেন যে এতে কোনো সমস্যা হবে না।

তিনি আরো বলেন, শ্রমিক ভাই বোনরা যাতে আনন্দের সাথে ঈদ পালন করতে পারে সে জন্য ইতোমধ্যে ৯৯ দশমিক ৯৫ শতাংশ কারখানায় উৎসব ভাতা প্রদান করা হয়েছে। ৩ জুলাইয়ের মধ্যে জুনের বেতনও প্রদান করা হয়েছে। ৭৫ শতাংশ কারখানায় ইতোমধ্যে ছুটি প্রদান করা হয়েছে। সোমবার বিকাল চারটার মধ্যেই সব কারখানায় ছুটি দেয়া হবে।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহ সভাপতি মোহাম্মদ নাসির, বিজিএমইএ সহ সভাপতি ফারুক হাসান, বিজিএমইএ সহ সভাপতি মাহমুদুল হাসান খান বাবু প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, জুলাই ০৪, ২০১৬
ইউএম/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।