ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

স্ক্যানসিমেন্ট ভারতে রপ্তানি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪০ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১
স্ক্যানসিমেন্ট ভারতে রপ্তানি

ঢাকা: হাইডেলবার্গসিমেণ্ট বাংলাদেশ লিমিটেডের প্রধান ব্রান্ড ‘স্ক্যানসিমেন্ট’ গত জুলাই থেকে ভারতের পূর্বাঞ্চলে রপ্তানি শুরু হয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।



এতে বলা হয় স্ক্যানসিমেন্ট সর্বোচ্চ গুণগতমানের কারণে বাংলাদেশের সিমেন্ট ব্যবহারকারীদের কাছ থেকে বিশ্বাস অর্জন করে নিয়েছে। সুনাম অর্জনের জন্য দেশের বড় বড় স্থাপনা তৈরীর ক্ষেত্রে দেশি-বিদেশি কন্ট্রাক্টররা স্ক্যানসিমেন্টের উপর আস্থা রেখেছে। এরই ধারাবাহিকতায় মহাখালী ফ্লাইওভারব্রিজ, বিজয় সরণি-তেজগাঁও রেলওয়ে ওভারপাস, লালন শাহ্ (পাকশী) সেতু নির্মাণে এ সিমেন্ট ব্যবহার করা হয়েছে।

এছাড়া বর্তমানে স্ক্যানসিমেন্ট গুলিস্থান-যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ কাজেও ব্যবহৃত হচ্ছে।

বাংলাদেশ সময় : ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।