ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

বৃহস্পতিবার শুরু হচ্ছে বিকন ফার্মার লেনদেন

এসএম গোলাম সামদানী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:২৯, আগস্ট ১০, ২০১০
বৃহস্পতিবার শুরু হচ্ছে বিকন ফার্মার লেনদেন

ঢাকা: আগামী বৃহস্পতিবার দুই স্টক এক্সচেঞ্জে (ঢাকা ও চট্টগ্রাম) শুরু হচ্ছে বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের লেনদেন।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

 

বোর্ড সভা শেষে ডিএসইর এক কর্মকর্তা বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত ২০ জুলাই কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) লটারির ড্র রাজধানীর শেরেবাংলানগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।
 
১০ টাকা অভিহিত মূল্যের এ কোম্পানি পুঁজিবাজারে ৩ কোটি শেয়ার ছেড়ে ইতিমধ্যে ৩০ কোটি টাকা সংগ্রহ করেছে।

এজন্য গত ২০ থেকে ২৪ জুন পর্যন্ত স্থানীয় বিনিয়োগকারী ও ৩ জুলাই পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়। এ সময়ের মধ্যে মোট ৩ কোটি শেয়ারের জন্য ৯৪০ কোটি টাকার আবেদন জমা পড়ে যা নির্ধারিত শেয়ারের তুলনায় ৩১ গুণেরও বেশি।

এ কোম্পানির ৫০০ শেয়ারে এক মার্কেট লট নির্ধারণ করা হয়েছে।

বিকন ফার্মার ইস্যু ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট।

বিকন ফার্মার বর্তমান পরিশোধিত মূলধন ১৯০ কোটি টাকা। তবে আইপিও প্রক্রিয়া শেষ হলে পরিশোধিত মূলধন ২২০ কোটি টাকায় দাঁড়াবে। ২০০৯ সালের আর্থিক বিবরণী অনুযায়ী, কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ১৬ টাকা ৫ পয়সা ও শেয়ার প্রতি আয় ৩১ পয়সা।

বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, আগস্ট ১০, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।