ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশে বাউ প্রযুক্তির যাত্রা শুরু

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

ঢাকা: বাংলাদেশে যাত্রা শুরু হলো বাউ প্রযুক্তির। বেস্টওয়ে বাউ ইকো সিস্টেম লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান এ প্রযুক্তি বাংলাদেশে নিয়ে আসে।



শুক্রবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে এ সম্পর্কিত দ্বিপক্ষীয় চুক্তি সই হয় বাংলাদেশের বেস্টওয়ে গ্রুপ এবং বাউ সিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড হোল্ডিংস এর মধ্যে। বেস্টওয়ে গ্রুপের পক্ষে চেয়ারম্যান ও সিএমডি মো. মিজানুর রহমান এবং বাউ সিস্টেমস ওয়ার্ল্ড ওয়াইড হোল্ডিংস এর পক্ষে চেয়ারম্যান ডেভিড কেনড্রিক চুক্তিতে সই করেন।

বেস্টওয়ের চেয়ারম্যান এ সম্পর্কে বলেন, ‘বাউ সিস্টেমস বাংলাদেশে আবাসন শিল্পে আধুনিকায়নের পাশাপাশি বিল্ডিংয়ে বিকল্প ধারার টেকসই অবকাঠামো বিনির্মাণে যুগান্তকারী ভূমিকা রাখবে । ’

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জুলাই ১৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।