ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিএসএমএমইউকে প্রাণ-আরএফএল গ্রুপের আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১২ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১
বিএসএমএমইউকে প্রাণ-আরএফএল গ্রুপের আর্থিক অনুদান

ঢাকা: সামাজিক দায়বদ্ধতা তথা কর্পোরেট সোস্যাল রেসপনসিবিলিটি কর্মসূচির অংশ হিসেবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নার্সিং অনুষদকে পাঁচ লাখ টাকার আর্থিক সহায়তা দিয়েছে প্রাণ-আরএফএল গ্রুপ। রোববার ১৭ জুলাই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্তের হাতে এই চেক তুলে দেন প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল (অব.) মাহাতাবউদ্দিন আহমেদ।



এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. প্রাণ গোপাল দত্ত বলেন, ‘নার্সদের সহায়তা ছাড়া চিকিৎসা সেবা পরিপূর্ণ হতে পারে না। নার্সিং সেবাকে আধুনিক ও যুগোপযোগী করে তুলতে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। প্রাণ-আরএফএল গ্রুপের মতো অন্যান্য প্রতিষ্ঠান যদি এগিয়ে আসে তবে আমাদের বর্তমান নার্সিং অনুষদকে আরো আধুনিক করে গড়ে তোলা সম্ভব হবে। ’    

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান লে. কর্নেল. (অব.) মাহাতাবউদ্দিন আহমেদ বলেন, ‘সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আমরা নিয়মিতভাবে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করে থাকি। সমাজের উন্নয়নে ভবিষ্যতে আমাদের এ ধরনের সেবামূলক কার্যক্রম আরো বিস্তৃত করা হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি প্রফেসর ডা. শহিদুল্লাহ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মোয়াজ্জেম হোসেন, রেজিস্ট্রার প্রফেসর ডা. শফিকুল ইসলাম, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল মজিদ ভুঁইয়া,  গ্রাজুয়েট নার্সিং বিভিাগের চেয়ারম্যান প্রফেসর ডা. মেবেল ডি রোজারিও, নার্সিং ডেভলপমেন্ট কমিটির মেম্বার সেক্রেটারি ডা. একেএম শরিফুল ইসলামসহ অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২০০২, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।