ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজার ধসে ১৪৫ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

পবন আহমেদ, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১
পুঁজিবাজার ধসে ১৪৫ কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার

ঢাকা: গত বছরের (২০১০) শেষ দিক থেকে পুঁজিবাজারে ধসের কারণে বিনিয়োগকারীদের পাশাপাশি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকারও। এ খাত থেকে রাজস্ব আদায়ের হার কমে গেছে।

আগের অর্থবছরের শেষ ছয় মাসে রাজস্ব কমেছে ১৪৫ কোটি ৩৭ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) এক পরিসংখ্যানে জানা যায়, গত অর্থ বছরে সরকার পুঁজিবাজার থেকে ৩২৫ কোটি ৯১ লাখ ১০ হাজার ৫৭২ টাকা রাজস্ব আদায় করেছে। তবে ২০১০ সালের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রাজস্ব আদায় হয়েছে ২৩৫ কোটি ৬২ লাখ ২৮ হাজার ৬৪২ টাকা। আর অর্থ বছরের শেষ ছয় মাসে ২০১১ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত পুঁিজবাজার থেকে রাজস্ব আদায় হয়েছে মাত্র ৯০ কোটি ২৪ লাখ ৮১ হাজার ৯৩০ টাকা।   অর্থাৎ আগের ছয় মাসের চেয়ে ১৪৫ কোটি ৩৭ লাখ ৪৬ হাজার ৭১২ টাকা কম রাজস্ব আদায় হয়েছে।

এ বিষয়ে ডিএসইর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এহসানুল ইসলাম টিটো বাংলানিউজকে বলেন, ‘বাজারে বির্পযয়ের কারণেই অর্থবছরের শেষ দিকে শেয়ার বাজারের লেনদেনের পরিমাণ অনেকাংশে কমে গেছে। ফলে সরকারের রাজস্ব আদায়ও কমেছে। এখানে ডিএসইর কোন হাত থাকে না। ’

অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বাংলানিউজকে বলেন, ‘সরকারের রাজস্ব আদায় হয়ে থাকে শেয়ার বাজারের মোট লেনদেনের উপর। জুনায়ারি থেকে জুন পর্যন্ত এ বাজারে লেনদেন হয়েছে গড়ে সাড়ে ৪শ’ কোটি টাকা। এর আগের ছয় মাসে গড় লেনদেন হয়েছে ১ হাজার ৪৫০ কোটি টাকা। তাই সরকারের রাজস্ব আদায়ের হার কমাটা স্বাভাবিক। ’

তিনি বলেন, ‘শেয়ার বাজারের অর্থবছরের শেষ দিকে বাজারে ভয়াবহ বির্পযয়ের ঘটনা ঘটেছে। এতে করে অনেক বিনিয়োগকারী এ বাজার থেকে আস্থা হারিয়ে ফেলেছে। এ আস্থা ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট সকলে কাজ করে যাচ্ছে। ’

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, জুলাই ১৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad