ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১
বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করলো আল-আরাফাহ ইসলামী ব্যাংক

মাধবপুর (হবিগঞ্জ) থেকে: সামাজিক দায়বদ্ধতার (সিএসআর) অংশ হিসেবে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণ করেছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড।

শনিবার দুপুরে হবিগঞ্জের মাধবপুর উপজেলার ২৫টি অস্বচ্ছল পরিবারের মধ্যে সোলার প্যানেল বিতরণ করা হয়।

এ উপলক্ষে মাধবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বিদ্যুৎহীন প্রত্যন্ত অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে বিনামূল্যে সোলার প্যানেল বিতরণের জন্য আল-আরাফাহ ইসলামী ব্যাংককে ধন্যবাদ জানান ড. আতিউর রহমান।

তিনি বলেন, ‘যেসব পরিবারকে এ সোলার প্যানেল দেওয়া হচ্ছে, তাদের ঘরে স্কুলগামী ছেলে-মেয়েরা বিদ্যুতের আলোয় লেখা-পড়ার সুযোগ পাবে। অপরদিকে ক্ষুদ্র ব্যবসায়ী, তাঁতী, দর্জিসহ কুটির শিল্প সংশ্লিষ্ট পেশাজীবীরা কাজের সময় বাড়ানোর মাধ্যমে অর্থনৈতিকভাবে লাভবান হবে। ’

সমাজের প্রতি ব্যাংকগুলোর দায়বদ্ধতা থাকা দরকার উল্লেখ করে আতিউর রহমান বলেন, ‘আল-আরাফাহ ব্যাংকের মতো অন্যান্য ব্যাংক সিএসআরের আওতা ও পরিমাণ বাড়াবে। ’

বাংলাদেশ ব্যাংক সৌর শক্তি, বায়োগ্যাস ও বর্জ্য পরিশোধন প্লান্ট খাতে দু’শ কোটি টাকার পুনঃঅর্থায়ন প্রকল্প চালু করেছে বলে জানান তিনি।

গভর্নর বলেন, ‘বাংলাদেশ ব্যাংক চায় ব্যাংকগুলো যাতে বিনা হয়রানিতে গ্রাহকদের সেবা দেয়। ’

গভর্নর ইসলামী ব্যাংকগুলোকে আরও আধুনিক অবকাঠামোর মাধ্যমে মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

আল-আরাফাহ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান সভাপতির বক্তব্যে বলেন, ‘একটি ইসলামী আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আল-আরাফাহ ব্যাংক শুধু ব্যাংকিং লেনদেনে তাদের কার্যক্রম সীমাবদ্ধ রাখেনি। ’

সমাজের দুস্থ, দরিদ্র মানুষের সহয়তার জন্য আল-আরাফাহ ব্যাংক বিভিন্ন সিএসআর কার্যক্রম পরিচালনা করছে বলে জানান তিনি।

অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক একরামুল হক, হবিগঞ্জ জেলা প্রশাসক হাসান মাহমুদ খন্দকার, পুলিশ সুপার কামরুল ইসলাম ও মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম সোহরাব।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, জুলাই ১৬, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।