ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে সিন্ডিকেট ফের সক্রিয় হতে পারে: অর্থমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১
পুঁজিবাজারে সিন্ডিকেট ফের সক্রিয় হতে পারে: অর্থমন্ত্রী

ঢাকা: দেশের পুঁজিবাজারে সিন্ডিকেট আবারও সক্রিয় হতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বৃহস্পতিবার সচিবালয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ড. নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ আশঙ্কা ব্যক্ত করেন।



অর্থমন্ত্রী বলেন, `টানা কয়েকদিন ধরে যে হারে পুঁজিবাজারে উর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে, তা স্বাভাবিক নয়। এটা সংশোধন হওয়া দরকার। ` 

উল্লেখ্য, ঢাকার পুঁজিবাজারে বৃহস্পতিবার লেনদেন হয়েছে ১৬ শ`’ কোটি টাকারও বেশি। এর আগে গত ৮ জুলাই লেনদেন হয় ৮৮১ কোটি টাকা। অর্থাৎ গত আট দিনে লেনদেন বেড়ে হয়েছে দ্বিগুণ এবং একই সঙ্গে আট কার্যদিবসের ব্যবধানে ডিএসই সাধারণ সূচক বেড়েছে ৪৫৪ পয়েন্ট।

বৈঠকে এনবিআর চেয়ারম্যান রাজস্ব খাতের সার্বিক পরিস্থিতি তুলে ধরে বলেন, `চলতি অর্থবছর রাজস্ব আদায় লক্ষ্যমাত্রার চেয়ে ১৬ শতাংশ বেশি অর্জন করা সম্ভব। `

এ খাতের প্রবৃদ্ধি ধরে রাখতে লোকবলের সংকট নিরসনের জন্য অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

এ প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, `রাজস্ব খাতের অটোমেশন করা অত্যন্ত জরুরি। ` 

তিনি আরও বলেন, `আগামী ৩০ সেপ্টেম্বর আয়কর রিটার্ন জমার শেষ দিন। এ বছর রিটার্ন জমার সময়সীমা কোনোভাবেই বাড়ানো হবে না। ` 

নির্দিষ্ট সময়ে মধ্যে সবাইকে রিটার্ন দাখিলের আহবান জানান মন্ত্রী।

বাংলাদেশ সময়: ২০৪৫ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।