ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

গ্রামীণফোনের গ্রাহকদের জন্য সঙ্গীতবিষয়ক সেবা চালু করছে জি টেক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, জুলাই ১৪, ২০১১

ঢাকা: দেশের অন্যতম মোবাইল কোম্পানি গ্রামীণফোনের সঙ্গে জি সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান জি টেক সঙ্গীত বিষয়ক সেবা চালু করতে যাচ্ছে। এতে মোবাইল ফোন ও এসএমএস-এর মাধ্যমে গ্রামীণফোনের গ্রাহকরা সঙ্গীত বিষয়ক বিভিন্ন সেবা পাবেন।

গ্রামীণফোনের গ্রাহকরা ৪৮৭৮ নম্বরে সরাসরি ফোন করে বা এসএমএস পাঠিয়ে এই সেবা উপভোগ করতে পারবেন।

এ ধরনের সেবা বাংলাদেশে এই প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে।

বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে এ সেবা নিয়ে বিস্তারিত জানানো হয়। এই সময় জি টেক’র স্বত্বাধিকারী নাজমুল হক ভূইয়া, গ্রামীণফোনের কর্মকর্তা রিফায়াত ইসলাম, নন্দিত রঞ্জন দেব, ফারিয়া বারী, ইফফাত তারান্নুম, রায়হান রহমান ও আসাদুজ্জামান এবং শিল্পীদের মধ্যে উপস্থিত ছিলেন বাপ্পা মজুমদার, জুয়েল (মাইল্স), তাহসান, ইবরার টিপু, এফ এ সুমন ও  তৌসিফ প্রমুখ উপস্থিত ছিলেন।

এখন থেকে গ্রামীণফোনের সকল গ্রাহক ৪৮৭৮ নম্বরে সাবক্রিপশনের মাধ্যমে মেসেজ ও ফোন করে বিভিন্ন সেবা গ্রহণ করতে পারবেন।

উল্লেখ্য দেশে এই প্রথমবারের মতো কোনো সঙ্গীত প্রতিষ্ঠানের সাথে মোবাইল ফোন প্রতিষ্ঠান একসাথে কাজ করছে।

গ্রামীণফোনের গ্রাহকরা ৪৮৭৮ নম্বরে দুইভাবে এ সেবা গ্রহণ করতে পারবেন। এক-মেসেজের মাধ্যমে এবং দুই- সরাসরি ফোন করে। মেসেজের মাধ্যমে গ্রাহক প্রতিদিন বিভিন্ন বিষয়ের উপর প্রয়োজনীয় টিপস্ ও সাজেশন পেতে থাকবেন।

এছাড়া ৪৮৭৮ নম্বরে সরাসরি ফোন করেও পাবেন বিভিন্ন অটোমেটেড সেবা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৪ জুলাই ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad