ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য বঙ্গজ ও বেক্সিমকো ফার্মাকে নোটিশ

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১
অস্বাভাবিক দর বৃদ্ধির জন্য বঙ্গজ ও বেক্সিমকো ফার্মাকে নোটিশ

ঢাকা: অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বাড়ার জন্য খাদ্য ও আনুষঙ্গিক খাতের বঙ্গজ এবং ওষুধ ও রসায়ন খাতের বেক্সিমকো ফার্মা কোম্পানিকে নোটিশ দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই)।

ডিএসইর ওয়েবসাইটে বুধবার এ তথ্য প্রকাশ করা হয়েছে।



সাম্প্রতিক সময়ে এ কোম্পানি দুইটির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে। এজন্য দর বৃদ্ধির কারণ জানতে চেয়ে তাদের নোটিশ দেয়া হয়। তবে নোটিশের জবাবে কোম্পানি দুটি জানিয়েছে, এ ব্যাপারে তাদের কাছে কোনও মূল্য সংবেদনশীল তথ্য নেই।

বাংলাদেশ সময় : ১৩২৯ ঘণ্টা, জুলাই ১৩, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।