ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ব্যাংকিং খাত উর্ধ্বমুখী, ৪২২ কোটি টাকা লেনদেন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৬ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

ঢাকা: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্যাংকিং খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র দুটি ব্যাংকের শেয়ারের দাম কমেছে।

বাঁকি ২৮টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে।

শেয়ারবাজারে ৩০টি ব্যাংকের ১ কোটি ৬২ লাখ ৪৩ হাজার ৭৫০টি শেয়ার হাত বদল হয়। এর বিপরীতে লেনদেন হয় ৪২২ কোটি ৬৬ লাখ ২০ হাজার টাকা।

এদিন ব্যাংকিং খাতে সর্বোচ্চ দর বেড়েছে সিটি ব্যাংকের। এ প্রতিষ্ঠানের শেয়ার ১১ টাকা ২৫ পয়সা বেড়ে ৬০১ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে। দিন শেষে এ প্রতিষ্ঠানের ৩ লাখ ৬০৫টি শেয়ারের হাত বদল হয়েছে। এর বিপরীতে লেনদেন হয়েছে ১৮ কোটি ১৮ লাখ ২০ হাজার টাকা।

অন্যদিকে ব্যাংকিং খাতে সর্বোচ্চ দরপতন হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্যাংকিং খাতের বেশিরভাগ শেয়ারের দাম বেড়েছে। ডিএসইতে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে মাত্র দুটি ব্যাংকের শেয়ারের দাম কমেছে। বাঁকি ২৮টি ব্যাংকের শেয়ারের দাম বেড়েছে রুপালী ব্যাংকের শেয়ারের। এ প্রতিষ্ঠানের শেয়ার ১১ টাকা ৫০ পয়সা কমে ১ হাজার ৭৪৪ টাকা ৭৫ পয়সায় লেনদেন হয়েছে।

বাজার বিশ্লেষকরা বলছেন, ব্যাংকের ত্রি-মাসিক আর্থিক প্রতিবেদনে আগের তুলনায় বেশি মুনাফা করায় বিনিয়োগকারীরা এ খাতের প্রতি বেশি ঝুঁকছে। ফলে এ খতের শেয়ার দর প্রতিদিন বাড়ছে। তাই এ খাতের শেয়ারে গত কয়েকদিন যাবত ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, জুলাই ১২, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।