ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে শেয়ার সরররাহ বাড়াতে কাজ করবে বিএপিএলসি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৬ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

ঢাকা: পুঁজিবাজারে শেয়ার সরববাহ বাড়াতে কাজ করবে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিক লিস্টেট কোম্পানি (বিএপিএলসি)।

সোমবার এসইসির পরামর্শ কমিটির সভায় বিএপিএলসি’র সভাপতি সালমান এফ রহমান এই প্রস্তাব দেন।



সভায় সালমান এফ রহমান বলেন, বাজারে শেয়ারের সরবরাহ বাড়ানোর জন্য সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) পাশাপাশি বিএপিএলসি প্রচার চালাবে। পুঁজিবাজারে আরো নতুন নতুন কোম্পানি তালিকাভুক্ত করার লক্ষ্যেই এই প্রচার চালানো হবে।

মার্চেন্ট ব্যাংক অ্যাসোসিয়েশন, ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্রগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) একসঙ্গে প্রিআইপি প্রেসমেন্ট শেয়ারের একটি নীতিমালা তৈরি করে এসইসির কাছে জমা দেবে বলে সভায় সিদ্ধান্ত হয়।
   
এসইসির সিনিয়র সদস্য মো. মনসুর আলম বিষয়টি বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ০৯ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।