ঢাকা, শুক্রবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

বিশেষ অবদানের জন্য দেশের ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুরস্কৃত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জুলাই ১১, ২০১১
বিশেষ অবদানের জন্য দেশের ৩০টি ব্যবসায়ী প্রতিষ্ঠান পুরস্কৃত

ঢাকা: দেশের ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন খাতে বিশেষ অবদান রাখার ৩০ জনকে বিজনেস এশিয়া মোস্ট রেসপেক্টেড কোম্পানি অ্যাওয়ার্ড-২০১০-১১ দেওয়া হয়েছে।

বাণিজ্য মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান এমপি প্রধান অতিথি হিসেবে অ্যাওয়ার্ড প্রদান করেন।

গত শনিবার রূপসী বাংলা হোটেলে (শেরাটন) আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এফবিসিসিআই প্রেসিডেন্ট এ কে আজাদ, বাংলাদেশ ডাল ব্যবসায়ী সমিতির সভাপতি সফি মাহমুদ, চিনি ব্যবসায়ী সমিতির সভাপতি আনোয়ার হাবিব, পাইকারি ভোজ্যতেল ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মাওলা।

অনুষ্ঠানে আসন্ন রমজান, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দেশের খাদ্য নিরাপত্তা ও আফ্রিকায় কৃষি জমি লিজ নেওয়ার ওপরও আলোচনা হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও সাউথ এশিয়ান নেটওয়ার্ক ফর ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।

অনুষ্ঠানে সভাপত্বি করেন পাক্ষিক বিজনেস এশিয়া পত্রিকার প্রকাশক ও ভারপ্রাপ্ত সম্পাদক উইং কমান্ডার মোঃ ইসমাইল হোসেন সিরাজী (অবঃ)।

অ্যাওয়ার্ড পাওয়া ৩০ প্রতিষ্ঠান
এম. আনিস উদ দৌলা, চেয়ারম্যান, এসিআই লিমিটেড; বেস্ট শিপিং কোম্পানি অব দ্য ইয়ার, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর, সৈয়দ আলী জোহেয়ের রিজভী; বেস্ট প্লাস্টিক এক্সপোর্টার কোম্পানি অব দ্য ইয়ার, মোর্শেদ আলম, চেয়ারম্যান, বেঙ্গল গ্রুপ অ্যান্ড আরটিভি; বেস্ট ম্যান পাওয়ার এক্সপোর্টার কোম্পানি অব দ্য ইয়ার, ইউনিক গ্রুপ অব কোম্পানিজ, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নূর আলী; বেস্ট এভিয়েশন কোম্পানি অব দ্য ইয়ার, জিএমজি এয়ারলাইন্স, ম্যানেজিং ডিরেক্টর, শাহাব সাত্তার; বেস্ট উইমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, গীতি আরা সাফিয়া চৌধুরী, চেয়ারপার্সন, অ্যাডকম লি.; বেস্ট এনআরবি বিজনেসম্যান অব দ্য ইয়ার, আব্দুর রউফ জে. পি., চেয়ারম্যান, ব্রিটানিয়া গ্রুপ; বেস্ট ফাইনানসিয়াল ইনিস্টিটিউট অব দ্য ইয়ার, মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, এ. কে. এম. শহীদুল হক; বেস্ট ইন্স্যুরেন্স কোম্পানি অব দ্য ইয়ার, গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, নাসির এ. চৌধুরী; বেস্ট বীমা কর্পোরেশন অব দ্য ইয়ার, সাধারণ বীমা কর্পোরেশন, ম্যানেজিং ডিরেক্টর রেজাউল করিম; বেস্ট ডেনিম ফেব্রিক্স এক্সপোর্টার অব দ্য ইয়ার, প্যাসিফিক গ্রুপ, ম্যানেজিং ডিরেক্টর, শফিউল আজম মহসিন; বেস্ট কনজ্যুউমার প্রডাক্ট এক্সপোর্টার অব দ্য ইয়ার, আল-আমিন গ্রুপ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর, ড. শিবলী মির্জা; বেস্ট কেবল ম্যানুফ্যাচারার কোম্পানি অব দ্য ইয়ার, বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর, পারভেজ রহমান; বেস্ট গার্মেন্টস ম্যানুফ্যাকচারার কোম্পানি অব দ্য ইয়ার, শান্তা গ্রুপ, ডিরেক্টর, খন্দকার জামিল উদ্দিন; বেস্ট শিপ এক্সপোর্টার কোম্পানি অব দ্য ইয়ার, খান বাদ্রার্স গ্রুপ, ম্যানেজিং ডিরেক্টর, তোফায়েল কবির খান; বেস্ট উইমেন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, সমাহার সোয়েটারস লি:, ম্যানেজিং ডিরেক্টর, নাহিদ হাসান; নিউ ব্র্যান্ড অ্যান্ড কর্পোরেট ডেভেলপমেন্ট কোম্পানি, সাব্বির হাসান নাসির, ম্যানেজিং ডিরেক্টর, রোড ম্যাপ লি:; বেস্ট অটোমোবাইল কোম্পানি অব দ্য ইয়ার, লাক্সারি গ্রুপ, ম্যানেজিং ডিরেক্টর, আলহাজ্ব আলমগীর হোসেন খান; বেস্ট ইয়াং এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, মোস্তফা কিউ. সোবাহান রুবেল, ডিরেক্টর, ড্রাগন গ্রুপ; বেস্ট হেলথকেয়ার প্রোভাইডার কোম্পানি অব দ্য ইয়ার, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, ম্যানেজিং ডিরেক্টর, হাকিম মোঃ ইউসূফ হারুন ভূঁইয়া; বেস্ট এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, ইঞ্জিনিয়ার আবু নোমান হাওলাদার, ম্যানেজিং ডিরেক্টর, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড; বেস্ট সেকেন্ড জেনারেশন এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, মতিউর রহমান সিনহা, ম্যানেজিং ডিরেক্টর, সিনহা লিমিটেড ও ডিরেক্টর, একমি গ্রুপ; বেস্ট কো-অপারেটিভ ব্যাংক অব দ্য ইয়ার, দি ঢাকা মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক লি:, চেয়ারম্যান, শিহান আবরার চৌধুরী; বেস্ট এসএমই এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, পানসুপারি স্বত্তাধিকারি, কনা রেজা; বেস্ট জয়েন্ট ভেঞ্চার কোম্পানি অব দ্য ইয়ার, সিকুরা বাংলাদেশ লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর, শামিম আহসান খান; বেস্ট অটোমোবাইল কোম্পানি অব দ্য ইযার, এইচএনএস অটোমোবাইলস, ম্যানেজিং ডিরেক্টর মোঃ শহীদুল ইসলাম; বেস্ট শিপিং কোম্পানি অব দ্য ইযার, সারাফ শিপিং এজেন্সি, ম্যানেজিং ডিরেক্টর রোটারিয়ান মোহাম্মদ আসফার আলী; বেস্ট রিয়াল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার, মৌবন হোল্ডিংস লি:, ম্যানেজিং ডিরেক্টর, এম এ তাহের; বেস্ট এগ্রো ইন্ডাস্ট্রি অব দ্য ইয়ার, জেবিন গ্রুপ, চেয়ারম্যান অ্যান্ড ম্যানেজিং ডিরেক্টর, আমিরুল ইসলাম আমিন; বেস্ট অটোমেটিভ ব্যাটারি ম্যানুফ্যাকচারার অব দ্য ইয়ার, গ্রামীণ পাওয়ার লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর, মোঃ আল-আমিন হোসেন; বেস্ট এনথিশিয়ান এক্সপার্ট অব দ্য ইয়ার, কাজী কামরুল ইসলাম, স্বত্তাধিকারী, বানথাই; বেস্ট এসএমই এন্টারপ্রেনার অব দ্য ইয়ার, আনিকা ওসমান, ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড ডিজাইনার, এনা লা মোড; বেস্ট প্রোমেসিং রিয়েল এস্টেট কোম্পানি অব দ্য ইয়ার, মাই হোম লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর এন্ড সিইও, কাজী মোঃ আবু সুফিয়ান; বেস্ট ফুড ম্যানুফ্যাকচারার কোম্পানি অব দ্য ইয়ার, ফু-ওয়াং ফুডস লিমিটেড, ম্যানেজিং ডিরেক্টর আরিফ আহমেদ চৌধুরী; আউটস্ট্যান্ডিং উইমেন ইন বিজনেস।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, জুলাই ১১, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।