ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

স্টক এক্সচেঞ্জের বাজার পর্যবেক্ষণ রিপোর্ট প্রতি সপ্তাহে এসইসিতে জমা দিতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৫ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০
স্টক এক্সচেঞ্জের বাজার পর্যবেক্ষণ রিপোর্ট প্রতি সপ্তাহে এসইসিতে জমা দিতে হবে

ঢাকা: দেশের দুই স্টক এক্সচেঞ্জের বাজার পর্যবেক্ষক দলের কাজের ওপর নজর রাখবে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাজার পর্যবেক্ষণ কমিটি কিভাবে বাজার পর্যবেক্ষণ করেছে এবং পর্যবেক্ষণকালে কমিটি কোনো অনিয়ম পেয়েছে কিনা তার রিপোর্ট প্রতি সপ্তাহে এসইসিতে দাখিল করতে হবে।


 
সোমবার বিকালে এসইসি’র বাজার পর্যালোচনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে এসইসি’র নির্বাহী পরিচালক ও কমিশনের মুখপাত্র আনোয়ারুল কবির ভূঁইয়া  বাংলানিউজটোডেন্টিফোর.কম.বিডিকে বলেন, বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে এসইসি এখন থেকে নিয়মিতভাবে দুই স্টক এক্সচেঞ্জের বাজার পর্যালোচনা কমিটির কাজ পর্যবেক্ষণ করবে।

একই সঙ্গে উভয় স্টক এক্সচেঞ্জের বাজার পর্যবেক্ষণ দলের রিপোর্ট এসইসিতে প্রতি সপ্তাহে জামা দিতে হবে বলেও জানান তিনি।
 
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘন্টা,  ০৯আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।