ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পাঁচ প্রতিষ্ঠানের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৩ ঘণ্টা, আগস্ট ৯, ২০১০

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ার দর অস্বাভাবিক বৃদ্ধির পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই।

প্রতিষ্ঠানগুলো হলো ইস্টার্ন ক্যাবলস, প্রাইম টেক্সটাইল, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, ইস্টার্ন ইন্স্যুরেন্স ও ইউনাইটেড ইন্স্যুরেন্স।



সোমবার ওই প্রতিষ্ঠানগুলো পৃথকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) মূল্য সংবেদনশীল তথ্য না থাকার বিষয়টি অবহিত করে।      

উল্লেখ্য, সম্প্রতি এসব প্রতিষ্ঠানের শেয়ারের দর অস্বাভাবিক বেড়ে যায়। রোববার তাদের কাছে এর কারণ জানতে চায় ডিএসই। জবাবে তারা মূল্য সংবেদনশীল তথ্য না থাকার বিষয়টি নিশ্চিত করে।  

বাংলাদেশ সময়:  ১৫৫০ ঘণ্টা, আগস্ট ০৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।