ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

সৌদি আরবে ফ্লাইট চালু করল জিএমজি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৩ ঘণ্টা, আগস্ট ৮, ২০১০
সৌদি আরবে ফ্লাইট চালু করল জিএমজি

ঢাকা: প্রথমবারের মতো সৌদি আরবে ফ্লাইট চালু করেছে দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা জিএমজি এয়ারলাইন্স।

রোববার সকাল ৯টা ৩৫ মিনিটে ঢাকা থেকে জেদ্দা রওয়ানা হয় সংস্থার প্রথম ফাইট।



জিএমজি জানায়, প্রতি সপ্তাহে ১০টি ফ্লাইট চলাচলে উভয় দেশের অনুমতি পাওয়া গেছে। এর মধ্যে ঢাকা থেকে জেদ্দায় ৬টি এবং ঢাকা থেকে রিয়াদে ৪টি ফাইট পরিচালনা করা হবে।

তবে অনুমোদন পাওয়া গেলেও রিয়াদে ফ্লাইট চালু হতে আরও কিছু দিন সময় লাগবে। তবে চলতি মাসেই তা চালু করা হবে সংস্থার কর্মকর্তারা জানান।
 
উল্লেখ্য, সৌদি আরবের রুটে ফ্লাইট চলাচলের জন্য জিএমজি তাদের বিমান বহরে ২৬৪ আসনের একটি বোয়িং ৭৬৭-৩০০ ইআর বিমান যোগ করে।    

আগ্রহী যাত্রীরা বাংলাদেশে +৮৮-০২-৮৮২৫৮৪৫-৯, +৮৮-০২-৮৯২৪২৭৪, ৮৯২২২৪৮ ফোন নম্বরে এবং সৌদি আরবে +৯৬৬২৬৬৩৭৪৫১/৬৬৩৭৯১৩ নম্বরে যোগাযোগ করে অথবা
www.gmgairlines.com  ওয়েবসাইট থেকে ফ্লাইট এবং রিজার্ভেশন সংক্রান্ত তথ্য  
জানতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, আগস্ট০৮ , ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।