ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

এটিএম কার্ড জালিয়াতি

ছয়দিনের রিমান্ডে বিদেশি ও তিন সিটি ব্যাংক কর্মকর্তা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৩, ফেব্রুয়ারি ২২, ২০১৬
ছয়দিনের রিমান্ডে বিদেশি ও তিন সিটি ব্যাংক কর্মকর্তা

ঢাকা: বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড জালিয়াত চক্রের হোতা সন্দেহে গ্রেফতারকৃত পোল্যান্ডের এক নাগরিকসহ সিটি ব্যাংকের তিন কর্মকর্তার ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

রিমান্ড মঞ্জুর হওয়া চারজন হলেন- পোল্যান্ডের পিটার শজেপ্যান মাজুরেক এবং সিটি ব্যাংকের তিন কর্মকর্তা মোকসেদ আল মাকসুদ, রেজাউল করিম ও রেফাত আহমেদ ওরফে রনি।



সোমবার (২২ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারকৃত চারজনকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিন করে রিমান্ডে নেওয়ার আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে প্রত্যেকের ছয়দিন করে রিমান্ড মঞ্জুর করেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের আদালত।  

এর আগে সকালে গুলশান থেকে ওই চারজনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃত পোলিশ নাগরিক পিটার মাজুরেকের কাছ থেকে জব্দ করা হয়েছে জার্মানির একটি পরিচয়পত্র ও পাসপোর্ট।

গত ৬ থেকে ১২ ফেব্রুয়ারির মধ্যে রাজধানীর ইস্টার্ন, সিটি ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চার বুথে ‘স্কিমিং ডিভাইস’ বসিয়ে কার্ডের তথ্য চুরি ও পরবর্তী সময়ে কার্ড ক্লোন করে গ্রাহকদের অজান্তে টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি ১২ ফেব্রুয়ারি জানাজানি হলে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় বনানী থানায় ইউসিবি ব্যাংক এবং পল্লবী থানায় সিটি ব্যাংক আলাদা দু’টি মামলা করে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জালিয়াতির ঘটনায় ৪টি ব্যাংকের ৪০ জন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন। তাদের হিসাব থেকে প্রায় ২১ লাখ টাকা তুলে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১৬
এমআই/ এএসআর

** সিটি ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশেই জালিয়াতি
** পোল্যান্ডের নাগরিক ও সিটি ব্যাংকের ৩ কর্মকর্তা আটক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।