ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

আমরা দেশীয় বিনিয়োগ চাই: শিল্পমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩২ ঘণ্টা, জুন ২৮, ২০১১

ঢাকা: দেশীয় উদ্যোক্তারা বিনিয়োগ করলে বাইরের বিনিয়োগের দরকার নেই বলে উল্লেখ করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া।

তিনি বলেন, ‘বেসকারি খাতে সাহায্য করাই আমাদের কাজ, আমরা দেশীয় বিনিয়োগ চাই।

দেশীয় উদ্যোক্তাদের হাতে হাজার হাজার কোটি টাকা আছে। তারা বিনিয়োগ করলে বাইরের বিনিয়োগের দরকার নেই। ’

মঙ্গলবার দুপুরে বিজিএমইএ নেতারা বিভিন্ন দাবি নিয়ে শিল্প মন্ত্রণালয়ে গেলে মন্ত্রী এসব কথা বলেন।

শিল্পমন্ত্রী বলেন, ‘চট্টগ্রামের মিরসরাইয়ে একটি শিল্পাঞ্চল গঠন করা হচ্ছে। আপনারা চাইলে সেখানে অংশ নিতে পারেন। ’

বিজিএমইএ সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন বলেন, ‘ক্ষুদ্র ও মাঝারি শিল্পে বিদেশি বিনিয়োগে এই শিল্পগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। ’

তিনি টেক্সটাইলসহ ভারি শিল্পে বিদেশিদের বিনিয়োগের জন্য মন্ত্রীর মাধ্যমে আহ্বান জানান।

বিজিএমইএ নেতারা বলেন, আমাদের দীর্ঘদিনের গার্মেন্টস শিল্পে অনেক এক্সপার্ট তৈরি হয়েছে। এখানে বিদেশি বিনিয়োগে দেশীয় উদ্যোক্তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ’

বিজিএমইএ সভাপতি বলেন, ‘শিল্পায়ন ছাড়া প্রস্তাবিত বাজেট বাস্তবায়ন সম্ভব নয়। ’

তবে শিল্পের ক্ষতি হয় এমন কোনো কর আরোপ করা হবে না বলে প্রধানমন্ত্রী ব্যবসায়ীদের আশ্বাস দিয়েছেন বলেও তিনি জানান।

মুন্সিগঞ্জের পাউসিয়ায় ৩ শ’ একর জমিতে একটি গার্মেন্টস শিল্পপার্ক স্থাপন ও গার্মেন্টস শিল্পের প্রয়োজনীয় অবকাঠামো সুবিধা বাড়ানোর দাবি জানান বিজিএমইএর নেতারা।

এ সময় শিল্পমন্ত্রী ব্যবসায়ীদের দাবিগুলো মানা হবে বলে তাদের আশ্বাস দেন।

মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় বিজিএমইএর সহ-সভাপতি এসএম মান্নান কচি, পরিচালক নাহিদ হাসান, নাসির উদ্দিন এবং একেএম শামীম উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, জুন ২৮, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।