ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

ওয়েস্টিনে চলছে আম উৎসব

ডেস্ক রিপোর্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জুন ২৭, ২০১১
ওয়েস্টিনে চলছে আম উৎসব

ঢাকা: রাজধানীর হোটেল ওয়েস্টিনে চলছে রাজকীয় আম উৎসব। আবহমান বাংলার চিরায়ত রূপকে বাহন করে প্রতি বছরের মত এবারও দ্য ওয়েস্টিন ঢাকা আম-পাগলদের জন্য এ আয়োজন করেছে।

গত ২৪জুন শুরু হওয়া এ উৎসব চলবে ৫ জুলাই পর্যন্ত।

আম দিয়ে যে নানা খাবার বানানো যায় তা ওয়েস্টিনে না এলে বোঝা মুশকিল। প্রন অ্যান্ড ম্যাংগো সালাড, চিকেন প্যাটিস উইথ ম্যাংগো সালসা, স্পাইসি ম্যাংগো অ্যান্ড চিকেন সালাদ, ম্যাংগো টেম্পুরা, স্পাইস, জুস, চপ, স্মুদি, টার্ট, আইস-ক্রিমসহ আমের এই বিশাল আয়োজন যে কাউকে বিমোহিত করে তুলবে, করবে আমের পাগল।

বাংলাদেশের বর্ণিল সংস্কৃতিকে বিশেষভাবে উৎযাপন করাই মূলত এই উৎসবের উদ্দেশ্য বলে জানিয়েছেন হোটেল কর্তৃপক্ষ। হোটেল ওয়েস্টিন-এর সুসজ্জিত লবিতে যে কারো চোখ আটকে যাবে। ৫ ফুট দৈর্ঘ্যের বিশালাকার এক আম যেনো সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে।

বিস্তারিত জানার জন্য (৮৮০২) ৯৮৯ ১৯৮৮ এই নম্বরে যোগাযোগ করা যেতে পারে।

বাংলাদেশ সময়: ১৭৫০ঘণ্টা, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।