ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চাইলেন দুই স্টক এক্সচেঞ্জ সভাপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, জুন ২৭, ২০১১
পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চাইলেন দুই স্টক এক্সচেঞ্জ সভাপতি

ঢাকা: আবারও পুঁজিবাজারে কালো টাকা বিনিয়োগের সুযোগ চাইলেন দেশের প্রধান দুই শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সভাপতিরা।

সোমবার ঢাকা রিপোর্টাস ইউনিটি (ডিআরইউ) আয়োজিত মিট দ্যা রিপোর্টার্স অনুষ্ঠানে ডিএসই সভাপতি শাকিল রিজভী ও সিএসই সভাপতি ফখরুদ্দীন আলী আহমদ  পুঁজিবাজারে কালো টাকা সুযোগ দেওয়ার কথা বলেন ।



সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার সময় তারা বলেন, ‘বন্ডের ক্ষেত্রে কালো টাকা বিনিয়োগের সুযোগ দেওয়া হয়েছে। তাই পুঁজিবাজারে এ সুযোগ দিতে হবে। না হলে একটা ভারসম্যহীন পরিস্থিতি সৃষ্টি হবে। ’

একই সঙ্গে কালো টাকা পুঁজিবাজারে আসলে  তারল্য সংকট কিছুটা কমে বাজার পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে মনে করছেন তারা।  

কালো টাকা বাজারে আসলে পুঁজিবাজার আবারও অতিমূল্যায়িত হবে না উল্লেখ করে তারা বলেন, ‘এ বিষয়টি খেয়াল রাখতে হবে। ’

পুঁজিবাজারে সাম্প্রতিক ধসের জন্য দায়ী ব্যক্তিদের শাস্তির বিষয়ে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে শাকিল রিজভী বলেন, ‘বড় বিনিয়োগকারীদের আস্থা যাতে নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে কেবল প্রকৃত দোষীদের শাস্তি দিতে হবে। তবে এজন্য আরো অধিকতর তদন্তের প্রয়োজন। ’

ডিএসই সভাপতি আরো বলেন, ‘ঢালাওভাবে অভিযোগ করে কাউকে শাস্তি দেয়া ঠিক হবে না। বড় বিনিয়োগকারীরা পুঁজিবাজার থেকে চলে গেলে পরিস্থিতির আরো অবনতি ঘটবে। ’

একই প্রশ্নের জবাবে ফখরুদ্দীন আলী আহমেদ বলেন, ‘সরকারের ঘোষিত তদন্ত প্রতিবেদনে যাদের নাম এসেছে তাদের নাম আমরা সবাই জানি। মনে রাখতে হবে দেশের অর্থনীতিতে তাদের অবদান রয়েছে। ’

আওয়ামী লীগ সরকারের আমলে পুঁজিবাজারে ধস নামে বিষয়টি নাকচ করে শাকিল রিজভী বলেন কথাটি ঠিক নয়, ‘যে কোনও সরকারের আমলে এটি হতে পারে। ’

তিনি বলেন, “৯৬’র আগে ১৯৮৭-৮৮ সালেও পুঁজিবাজারে দরপতনের ঘটনা ঘটেছিল। তখন সূচক সাড়ে ৪০০ থেকে নেমে ১৮০ পয়েন্টে নেমে আসে। তবে তখন মাত্র ১০ হাজার  বিনিয়োগকারী ছিল বলে  পরিস্থিতির অবনতি হয়নি। ”

এসময় ফখরুদ্দীন আলী আহমদ বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনতে ন্যূনতম পাঁচ বছর মেয়াদী পরিকল্পনা নেয়া দরকার।

অপর এক প্রশ্নের জবাবে তারা বলেন, ব্যাংক ঋণের সুদের হার কমে যাওয়ায় পুঁজিবাজারে তারল্যের প্রবাহ বাড়ে। যার ফলে বাজার অতিমূল্যায়িত হয়।

ডিআরইউ সভাপতি মোস্তাক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৫২৯, জুন ২৭, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।