ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সৈয়দপুরে প্রাইম ব্যাংকের ১৪৫ তম শাখার উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৯, ডিসেম্বর ২৯, ২০১৫
সৈয়দপুরে প্রাইম ব্যাংকের ১৪৫ তম শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সৈয়দপুর (নীলফামারী): বাণিজ্য কেন্দ্র নীলফামারীর সৈয়দপুরে প্রাইম ব্যাংক লিমিটেডের ১৪৫ তম শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টায় প্রধান অতিথি ব্যাংকের পরিচালক শাহাদাত হোসেন খান এর উদ্বোধন করেন।

এ নিয়ে সৈয়দপুর উপজেলা শহরে বাণিজ্যিক ব্যাংকের শাখা দাঁড়ালো ২৭-এ।
 
শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কে আলী প্লাজায় অবস্থিত ব্যাংকের শাখার উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তৌহিদুল আলম খান, রংপুর শাখা ব্যবস্থাপক রেজাউল করিম, নীলফামারী চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি সফিউল আলম ডাব্লু, বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ডা. শরিফুল আলম চৌধুরী, চেম্বার সহ সভাপতি জোবায়ের আলম প্রমুখ।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন স্থানীয় শাখা ব্যবস্থাপক মাহফুজুল ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন জিয়াউল আমিন।

বক্তারা ব্যাংকের সার্বিক কার্যক্রম পরিচালনায় সবার সহযোগিতা কামনা করেন।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।