ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পারটেক্স’র ফ্ল্যাটে বিশেষ ছাড়

শাহজাহান মোল্লা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পারটেক্স’র ফ্ল্যাটে বিশেষ ছাড় ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে: নিরাপদ আবসনে পারটেক্স বিল্ডার্স স্বপ্ন পূরণের সুযোগ। প্রতিষ্ঠানটির ফ্ল্যাট প্যাকেজে থাকছে বিশেষ ছাড়।

রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) মেলা-২০১৫ উপলক্ষে বিশেষ এই ছাড় দিচ্ছে প্রতিষ্ঠানটি।
 
রাজধানীর মতিঝিল, খিলক্ষেত, গোলাপবাগ, বনানী, নতুন বাজার ও উত্তরা সেক্টর-৬ এ রয়েছে পারটেক্স বিল্ডার্সের আবাসিক প্রকল্প।
 
উত্তরা সেক্টর-৬ এর ফ্ল্যাটে রয়েছে আকর্ষণীয় ছাড়। যার প্রতিবর্গফুট ফ্ল্যাটের মূল্য ৮০০০ টাকা, এছাড়া খিলক্ষেত বর্গফুট প্রতি নেওয়া হচ্ছে ৫৫০০ টাকা। এর সঙ্গে ইউটিলিটি চার্জ ও কারপার্কিং চার্জ যুক্ত করতে হবে। এই সুযোগ শুধু মাত্র মেলা চলাকালীন সময়ের জন্য।
 
পারটেক্স বিল্ডার্স লিমিটেডের অফিসার (কাস্টমার রিলেশন) এম এম আতিকুর রহমান বাংলানিউজকে বলেন, আমাদের ৭টি চলমান প্রকল্প রয়েছে। সব প্রকল্পেই প্যাকেজ করে বিশেষ ছাড় দেওয়া হচ্ছে।
 
উদাহরণ হিসেবে তিনি বলেন, মেলার আগে যে ফ্ল্যাটের মূল্য ৮৭ লাখ টাকা ছিল, সেই ফ্ল্যাটের এখন ৮০  লাখ টাকায় দিচ্ছি।
 
উত্তরা-৬ নম্বর সেক্টেরে পারটেক্স পার্কে রয়েছে ২১১০ বর্গফুটের ফ্ল্যাট, এতে রয়েছে ৩টি বেড রুম, ৩টি বারান্দা, ৩টি টয়লেট, ড্রইং-ডাইনিং, কিচেন। এছাড়া কর্মচারী রুম টয়লেটও রয়েছে।
 
সুসজ্জিত এসব ফ্ল্যাটে রয়েছে আধুনিক সব সুযোগ সুবিধা। মেলায় ফ্ল্যাট বুকিং দিলেই ক্রেতারা বিশেষ সুযোগ গ্রহণ করতে পারবেন বলেও জানানো হয়।
 
রিহ্যাব মেলা-২০১৫ এর তৃতীয় দিন শুক্রবারে ক্রেতা, দর্শনার্থীদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে দুপুরের পরে ভীড় ক্রমশ বাড়ছে।
 
এবারের মেলায় প্রায় ৯৫টি স্টল রয়েছে। আবাসন কোম্পানি ছাড়াও রয়েছে আবাসন শিল্পের সরঞ্জমাদির স্টল।
 
রিহ্যাব ২০০১ সাল থেকে এই মেলার আয়োজন করে আসছে। ক্রেতাদের আবাসন শিল্পে মনযোগ কাড়তেই এই মেলার আয়োজন।
 
২৩ ডিসেম্বর শুরু হওয়া এই মেলা চলবে ২৭ ডিসেম্বর রাত পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীরা মেলায় প্রবেশের সুযোগ পাবেন।
 
বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএম/এসএইচ

** জেমস এর ফ্ল্যাট বুকিং দিলেই ফার্নিচার ফ্রি
** ছুটির দিনে রিহ্যাব মেলায় দর্শনার্থীদের ভিড়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।