ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

৬ পণ্য পরিবহন ও সংরক্ষণ

যেকোনো পরিমাণেই পাটের বস্তা বাধ্যতামূলক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
যেকোনো পরিমাণেই পাটের বস্তা বাধ্যতামূলক

ঢাকা: ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনি- এ ছয়টি পণ্য যে সংরক্ষণ ও পরিবহনে বাধ্যতামূলক পাটের বস্তা ব্যবহারের নির্দেশ জারি করেছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়। পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ বাস্তবায়নে এ সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রণালয়।



বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এর আগে, ওই ছয়টি পণ্য ২০ কেজি বা তার চেয়ে বেশি পরিমাণ হলে পরিবহন ও সংরক্ষণের ক্ষেত্রে পাটের বস্তা ব্যবহার বাধ্যতামূলক ছিলো। বর্তমান নির্দেশ জারির ফলে এখন থেকে এ ছয়টি পণ্য যে কোনো পরিমাণ ব্যবহারের ক্ষেত্রেই পাটের ব্যাগ বা বস্তা ব্যবহার করতে হবে।

প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, পাটের মোড়কে পণ্য মোড়কজাতকরণ ও পাটজাত মোড়কের ব্যবহার, বিতরণ, উৎপাদন ও সরবরাহের ক্ষেত্রে ২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনের অনুচ্ছেদ (২) এ ‘২০ কেজি ও তদুর্ধ্ব’ শব্দ বাতিল করা হলো।

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন, ২০১০ এর ৫ নম্বর ধারা অনুযায়ী গঠিত উপদেষ্টা কমিটির সুপারিশের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই আইনের ৭(৩) ধারা অনুযায়ী এ আদেশ জারি করা হলো।

২০১৪ সালের ৫ ফেব্রুয়ারি জারি করা প্রজ্ঞাপনে উল্লেখ রয়েছে, ধান, চাল, গম, ভুট্টা, সার ও চিনির ক্ষেত্রে ‘২০ কেজি ও তদুর্ধ্ব’ পরিমাণ পণ্য মোড়কীকরণে বাধ্যতামূলকভাবে পাটের বস্তা ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৫
এসইউজে/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।