ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

অর্থনৈতিক মুক্তিই প্রধান কাজ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:০৯, ডিসেম্বর ১৬, ২০১৫
অর্থনৈতিক মুক্তিই প্রধান কাজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গর্ভনর ড. আতিউর রহমান বলেছেন, দেশের মানুষের অর্থনৈতিক মুক্তি নিশ্চিত করাই এখন কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কাজ।

বুধবার (১৬ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ ব্যাংক চত্বরে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত শহীদদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভের উদ্বোধনকালে একথা বলেন গভর্নর।



তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের ডিজিটালাইজড কার্যক্রম আর্থিক ব্যবস্থাপনার স্বচ্ছতা নিশ্চিত করবে।

গর্ভনর বলেন, নিজেদের অর্থায়নে কাজ শুরু হওয়ায় পদ্মাসেতু হবে বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের প্রতীক। ২০১৮ সালে চলাচলের উপযোগী হলেই জনগণ এর সুফল ভোগ করতে শুরু করবে।

এ সময় ডেপুটি গর্ভনর আবুল কাশেম, আবু হেনা মোহাম্মদ রাজি হাসান, নাজনীন সুলতানা, মহাব্যবস্থাপক এএফএম আসাদুজ্জামানসহ সর্বস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৩০৯ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৫
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।