ঢাকা, বুধবার, ৮ আশ্বিন ১৪৩২, ২৪ সেপ্টেম্বর ২০২৫, ০১ রবিউস সানি ১৪৪৭

অর্থনীতি-ব্যবসা

রাজশাহীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪২, নভেম্বর ২৮, ২০১৫
রাজশাহীতে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজশাহী: রাজশাহীতে বসুন্ধরা সিমেন্টের আয়োজনে রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার তাজ কমিউনিটি সেন্টারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।



সম্মেলনে শতাধিক রাজমিস্ত্রি অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন বসুন্ধরা সিমেন্টের সহকারী জেনারেল ম্যানেজার ইমাম ফারুক।

এছাড়া বসুন্ধরা সিমেন্টের ডেপুটি জেনারেল ম্যানেজার আসিক আহমেদ, ডেপুটি ম্যানেজার ইমাম আল কুদরত ই-ইলাহী, জহুরুল ইসলাম, প্রজেক্ট ইন্সপেক্টর আনোয়ার হোসেন, বসুন্ধরা সিমেন্টের পুঠিয়া টেরিটরি কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বসুন্ধরা সিমেন্টের গুণগত মান নিয়ে আলোচনা হয়। এ সময় সবাই বসুন্ধরা সিমেন্টের গুণগত মানের প্রশংসা করেন। পরে রাজমিস্ত্রিদের পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৬ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৫
এসএস/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।